রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র

রায়পুর মত্স প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র রায়পুর উপজেলা, লক্ষ্মীপুর জেলা, বাংলাদেশ এ অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম প্রধান মত্স প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র,[1] এটি ১৯৭৮-১৯৯২ সময়কালে ড্যানিডা, (একটি ড্যানিশ উন্নয়ন সংস্থা) কর্তৃক গৃহীত নোয়াখালী আঞ্চলিক উন্নয়ন প্রকল্পে জেলার বৃহত্তম মত্স প্রজনন কেন্দ্র ছিল।[2] বাংলাদেশ সরকারের মত্স বিভাগের প্রতি তিনজনের একজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রায়পুর মত্স প্রজনন কেন্দ্রের জন্য নিয়োজিত। এছাড়া ও এটি মৎস্য বিভাগের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত তিনটি মত্স প্রজনন কেন্দ্রের একটি।[3]

রায়পুর উপজেলায় ৮ টি মৎস্য খামার, ১৪ টি ডেইরি খামার ও ৭২ টি পোলট্রি খামার রয়েছে।[4] ২০০৪ সালের তথ্য অনুযায়ী, এই সরকারি মৎস্য প্রজনন কেন্দ্রে বছরে ৫০৪ কেজি পোনা উত্পাদিত হয়, যার মধ্যে রুই, কাতলা, মৃগেল, কালাবাউস, মাগুর ও শিঙি উল্লেখযোগ্য। [5]

ইতিহাস

১৯৭৯ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে রায়পুর মৎস্য প্রজনন কেন্দ্রে সর্বপ্রথম নেপাল থেকে মৃগেল মাছ আনা হয়।[6] ১৯৮২ সালে বাংলাদেশে সর্বপ্রথম রায়পুর মৎস্য প্রজনন কেন্দ্রে কৃত্রিম মত্স প্রজনন শুরু হয়।[7] ২০০১ সালে ড্যানিডার কৃষি খাতের কর্মসূচির অধীনে 'বৃহত্তর নোয়াখালী কৃষি সম্প্রসারণ উপ-কর্মসূচি,মৎস খাতের উন্নয়নের জন্য রায়পুর মত্স প্রজনন কেন্দ্রে স্থানান্তরিত হয়। এই প্রকল্পের "পারিবারিক খামার" ও "গ্রামীন চিংড়ি খামার" মডেল বেসরকারি খাতের উন্নয়নে বিরাট ভূমিকা রাখে। [8][9]

তথ্যসূত্র

  1. Potentials and opportunities, Analysis of the constraints to and potentials and opportunities for expanded fish production in Bangladesh, Food and Agriculture Organization of the United Nations (FAO), Retrieved: 2008-07-30
  2. Impact of NRDP আর্কাইভইজে আর্কাইভকৃত ১৫ জুলাই ২০০৭ তারিখে, In the Wake of a Flagship, Udenrigsministeriet, Retrieved: 2008-07-30
  3. Legal regulatory and institutional framework for fisheries and fishing community development and management, Report of the National Workshop on Fisheries Resources Development and Management in Bangladesh, Food and Agriculture Organization of the United Nations (FAO), Retrieved: 2008-07-30
  4. Raju, Nazmul Ahsan (২০১২)। "Raipur Upazila"Islam, Sirajul; Jamal, Ahmed A.। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh
  5. Country case studies, Corporate Document Repository, Food and Agriculture Organization of the United Nations (FAO), Retrieved: 2008-07-30
  6. F. Rajts, T. Huntington & M. G. Hussain, Carp Brood Stock Management and Genetic Improvement Programme under Fourth Fisheries Project, Department for International Development (DFID), 2002, Retrieved: 2008-07-30
  7. Monirul Qader Mirza & Neil J. Ericksen, Impact of water control projects on fisheries resources in Bangladesh, Centre for Environmental and Resource Studies (CEARS), University of Waikato, 2005, Retrieved: 2008-07-30
  8. Activity and Progress ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জুলাই ২০০৮ তারিখে, GNAEC, 2005, Retrieved: 2008-07-30
  9. Shifts in component focus ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০০৭ তারিখে, GNAEC, 2005, Retrieved: 2008-07-30
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.