রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত
রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত বা আর কে বিচ (ইংরাজি: Ramakrishna Mission Beach) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের কাছেই অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমের নাম থেকে এর এই নামকরণ। এই সমুদ্রতটটি এনআরএস কুরসূলা সাবমেরিন মিউজিয়ামের জন্য বিশেষ পরিচিত, যেখানে স্করপিয়ন গোত্রের সাবমেরিন রাখা হয়।[1]
রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত | |
---|---|
২০১২ সালে সূর্যদয়ের পর রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত | |
অবস্থান | বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, ![]() |
পরিচালিত | গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপাল কর্পরেশন |
স্থানের বর্ণনা
রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত বিশাখাপত্তনমের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। বহু সংখ্যক মানুষ এখানে ঘুরতে আসে। এখানে এসে প্রায় সকলেই সাঁতার কাটে, রৌদ্র উপভোগ করে, ভলিবল খেলে। সেখানকার কালি মন্দির, বিশাখা মিউজিয়াম ও রাস্তার পাশের বিভিন্ন রেস্তরাঁ এক বিশেষ আকর্ষণ।[2]
এখানকার এক বিশেষ আকর্ষণ হল এনআরএস কুরসূলা সাবমেরিন মিউজিয়াম, যেখানে সাধারণ মানুষকে দেখাবার জন্য সাবমেরিন রাখা হয়। এটি সমুদ্রতটের কাছেই অবস্থিত।
এই সমুদ্রতটকে আরো আকর্ষণীয় করে তুলতে এখানকার প্রশাসক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপাল কর্পরেশন (GVMC) ও বিশাখাপত্তমন আরবান ডেভেলপমেন্ট অথরিটি (VUDA) একসঙ্গে এই কাজে সাহায্য করছে।
চিত্রসমূহ
- সূর্যদয়ের সময় রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত
- এনআরএস কুরসূরা সাবরেমিন মিউজিয়াম
- বিকেলে রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত
- সূর্যাস্তের সময় রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত
- মৌসুমি বায়ুর আগমন কালে রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত
- রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত
- রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকতের পথের দৃশ্য
- দুপুরে রামকৃষ্ণ মিশন সমুদ্র সৈকত
- War Memorial Victory at Seat 1971 at Beach Road
- সৈকতের পথে রাজীব মেমোরিয়াল বিল্ডিং
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৭।
- http://www.go2india.in/ap/vizag.php