রাম রে
রাম রে একজন ভারতীয় বিজ্ঞাপন ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিজ্ঞাপন জগতে ৫০ বছরেরও অধিক সময় কাজ করেছেন।[1]
রাম রে | |
---|---|
মৃত্যু | ১২ নভেম্বর ২০১৯ |
জাতীয়তা | ভারতীয় |
যেখানের শিক্ষার্থী | প্রেসিডেন্সি কলেজ |
জীবনী
রাম রে কলকাতার প্রেসিডেন্সি কলেজের শিক্ষার্থী ছিলেন।[2] তিনি বিজ্ঞাপনী সংস্থা জে. ওয়াল্টার থম্পসনের ভারত ও যুক্তরাষ্ট্র শাখায় কাজ করেছেন। তিনি প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্র শাখার সিনিয়র সহসভাপতি ছিলেন ও সান ফ্রান্সিসকো শাখার প্রধান ছিলেন। তিনি একমাত্র অমার্কিনি হিসেবে জে. ওয়াল্টার থম্পসনের বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[3] এছাড়া, তিনি প্রতিষ্ঠানটির কলকাতা, মাদ্রাজ ও ব্যাঙ্গালোর শাখার প্রধান ছিলেন। তিনি ১৯৮৪ সালে রেসপন্স গ্রুপ প্রতিষ্ঠা করেন।[4] এছাড়া, তিনি ১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিজ্ঞাপনী সংস্থা বেটস সিএইচআই অ্যান্ড পার্টনার্সের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।[5] তিনি উইসিউইগ কমিউনিকেশন্সের প্রতিষ্ঠাতাও ছিলেন।[6] ২০১৩ সালে অ্যাডভার্টাইজিং ক্লাব অব ক্যালকাটা রাম রেকে তাদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করে।[7]
রাম রে হাসির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যা ছিল। তাদের কন্যার নাম রাশি রে।[8]
রাম রে ২০১৯ সালের ১২ নভেম্বর প্রয়াত হন।[9]
তথ্যসূত্র
- "প্রয়াত বিজ্ঞাপনের প্রবাদপুরুষ রাম রে"। আজকাল। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- "প্রয়াত রাম রে, রয়ে গেল প্রজন্মজয়ী বিজ্ঞাপন"। আনন্দবাজার পত্রিকা। ১২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- "Ram Ray, renaissance man of brand advertising, no more"। The Times of India। ১২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- "বিজ্ঞাপন জগতে নক্ষত্রপতন, চলে গেলেন সৃজনশীল রাম রে"। সংবাদ প্রতিদিন। ১২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- "Advertising guru Ram Ray passes away"। The Hindu। ১২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- "'Giant of Indian advertising', Ram Ray passes away"। The Free Press Journal। ১২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- "Ad gurus speak"। The Telegraph। ১৮ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- "'জ়িরো বাজেট' দিয়েই তাক লাগাচ্ছেন বিজ্ঞাপন জগতের তরুণ প্রতিভা রাশি রে"। ফেমিনা। ২৩ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- "'বোরোলিন-ফ্রুটি-কুকমি...', বিজ্ঞাপনের সংজ্ঞা বদলে বিদায় নিলেন রাম রে!"। এই সময়। ১২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।