রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই
রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই হলেন প্রভু দেবা পরিচালিত ২০২০ সালের ভারতীয় হিন্দি - ভাষার অ্যাকশন চলচ্চিত্র। এটি যথাক্রমে সালমান খান, সোহেল খান এবং অতুল অগ্নিহোত্রীর প্রযোজনা করবেন। যথাক্রমে সালমান খান ফিল্মস, সোহেল খান প্রোডাকশনস এবং রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হবে। চলচ্চিত্রটিতে অভিনয় করবেন সালমান খান। এটি আনুষ্ঠানিকভাবে ১৮ অক্টোবর ২০১৯ এ পোস্টার মুক্তি দিয়ে ঘোষণা করা হয়েছিল। চলচ্চিত্রটির মূল ফটোগ্রাফি ৪ নভেম্বর ২০১৯ এ শুরু হয় ঈদ-উল-ফিতর (২২ মে ২০২০) এ এটি ভারতে প্রকাশিত হবে।[1][2]
রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই | |
---|---|
![]() রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই লুক পোস্টার | |
পরিচালক | প্রভু দেবা |
প্রযোজক | সালমান খান সোহেল খান অতুল অগ্নিহোত্রী |
উৎস | দি আউটলস |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সাজিদ-ওয়াজিদ |
চিত্রগ্রাহক | আয়ানঙ্কা বোস |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | সালমান খান ফিল্মস |
মুক্তি | ঈদ-উল-ফিতর (২২ মে ২০২০) |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
কাহিনী
দি আউটলস (২০১৭) কোরিয়ান চলচ্চিত্রের উপর ভিক্তি করে এই চলচ্চিত্রটির কাহিনী রচনা করা হয়েছে।
অভিনয়
- সালমান খান - রাধে
- দিশা পাটানি -
- রণদীপ হুদা -
তথ্যসূত্র
- "Salman Khan starrer RADHE announced with action packed motion poster"। Bollywood Hungama। ১৮ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯।
- "Pics: Check out Salman khan's bare-bodied look from Eid 2020 release 'Radhe'"। The Times of India। ১৮ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.