রাজশাহী নার্সিং কলেজ

রাজশাহী নার্সিং কলেজ রাজশাহী শহরে অবস্থিত একটি নার্সিং শিক্ষা মহাবিদ্যালয়। এটি রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভিতরে অবস্থিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এর অধীনে পরিচালিত।[1]

রাজশাহী নার্সিং কলেজ
রাজশাহী নার্সিং কলেজ এর লোগো
নীতিবাক্যশিক্ষা - স্বাস্থ্য - সেবা
প্রতিষ্ঠিত২০০৭
প্রাক্তন নামসেবিকা প্রশিক্ষণ কেন্দ্র
সেবা ইনষ্টিটিউট
অবস্থান
রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস
,
রাজশাহী
,
বাংলাদেশ

ইতিহাস

১৯৬১ সালের ১৭ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র ১ম ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। পরবর্তীতে ইহার নাম সেবা ইনষ্টিটিউট এবং ২০০৭ সাল হতে নার্সিং কলেজ চালু হয়েছে। বাংলাদেশে সরকারী পর্যায়ে বেসিক বিএসসি নার্সিং কলেজ ৭ টি। এদের মধ্যে রাজশাহী নার্সিং কলেজ অন্যতম।[2]

কোর্সসমূহ

এই নার্সিং কলেজ ৪ বছর মেয়াদী বি.এস.সি নার্সিং কোর্স চালু হয়েছে। যাদের ভর্তি হতে যোগ্যতা লাগে এইচ.এস.সি(বিজ্ঞান), মেধা ক্রমানুসারে ভর্তি হতে হয়। প্রতি বৎসর ১০০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পেয়ে থাকে। এর মধ্যে ১০% পুরুষ ছাত্র।[3]

রাজশাহী নার্সিং কলেজ এর একাডেমিক ভবন
রাজশাহী নার্সিং কলেজ এর বাগান
রাজশাহী নার্সিং কলেজ এর পুরাতন ভবন

আবাসিক ব্যাবস্থা

ছাত্রীদের আবাসিক সুবিধা ব্যবস্থা আছে। তবে পুরুষ ছাত্রদের আবাসিক সুবিধা নাই।[4]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "- Affiliated Colleges & Institutions"। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬
  2. "ক্যারিয়ার গড়ুন নার্সিং পেশায়"। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬
  3. "পেশা হোক মানবসেবা - মহিলা অঙ্গন - The Daily Ittefaq"। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬
  4. "রাজশাহী নার্সিং কলেজে ৫ বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ"banglanews24.com। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.