রাজশাহী চিনি কল লিমিটেড
রাজশাহী চিনি কল লিমিটেড যা হারিয়ানা চিনি কল নামেও পরিচিত হলো, বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি কল।
![]() রাজশাহী চিনি কল | |
স্থানীয় নাম | রাজশাহী সুগার মিলস্ |
---|---|
সরকারি | |
শিল্প | চিনি শিল্প সার শিল্প |
প্রতিষ্ঠাকাল | ১৯৬২ |
সদরদপ্তর | হরিয়ান, পবা, রাজশাহী, বাংলাদেশ |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
পণ্যসমূহ | চিনি, জৈব সার, চিটাগুড়, মন্ড |
মালিক | বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন |
অবস্থান
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নে এই চিনি শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[1][2]
ইতিহাস
১৯৬২ সালে এই শিল্প প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৬৫ সালে সমাপ্ত হয় এবং ১৯৬৫-৬৬ সাল থেকে এটি চিনি উৎপাদন শুরু হয়।[1][3] স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।[4]
অবকাঠামো
এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত।
উৎপাদন ক্ষমতা
এই মিলের দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ২,০০০ মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদনের ক্ষমতা ২০,০০০ মেট্রিক টন।[1][5]
তথ্যসূত্র
- রাজশাহী চিনি কল লিমিটেড।
- রাজশাহী চিনিকল লিঃ - ইউনিয়ন তথ্য বাতায়ন।
- "অর্থ সঙ্কটে রাজশাহী চিনিকল"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১৫।
- বিএসএফআইসি-এর গঠন ইতিহাস।
- "রাজশাহী চিনিকল লিমিটেড-এর চিনি উৎপাদন"। ১৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫।
বহি:সংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে রাজশাহী চিনি কল লিমিটেড সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- রাজশাহী চিনি কল লিমিটেড - বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন-এর তথ্য বাতায়ন।