রাজভবন (মণিপুর)

মণিপুর রাজভবন হচ্ছে মণিপুরের রাজ্যপালদের সরকারি বাসভবন[1] বর্তমান অবকাঠামোটি ১৮৯১ সালের ইঙ্গ-মণিপুর যুদ্ধেপুরাতন খড়কুটোর ছাদ ধ্বংস হয়ে যাবার পর ১৮৯৮ সালে সম্পন্ন করা হয়েছিল।[2][3] এটি মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে অবস্থিত এবং এর অবকাঠামোগত এলাকা ১৬ একর (৬৫,০০০ মি) জুড়ে বিস্তৃত। মণিপুরের বর্তমান রাজ্যপাল হচ্ছেন নাজমা হেপতুল্লা।

রাজভবন
সাধারণ তথ্য
অবস্থানইম্ফল, মণিপুর
দেশ ভারত
বর্তমান দায়িত্বমণিপুরের গভর্নর (নাজমা হেপতুল্লা)

আরো দেখুন

  • ব্রিটিশ ভারত সাম্রাজ্যের সরকারি বাসভবন

তথ্যসূত্র

  1. "Governor's Secretariat"। National Informatics Centre। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭
  2. "Emergence of Nagaland"। Internet Archive। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭
  3. "The Raj Bhavan"। National Informatics Centre। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.