রবি চৌধুরী

রবি চৌধুরী একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী যিনি ১৯৯০-এর দশকে চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীতে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত তার ৬৪টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে।[1] এছাড়াও তিনি ৭০ থেকে ৮০টি বাংলাদেশী চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন।[1]

রবি চৌধুরী
রবি চৌধুরী (জুন ২০১৯)
নাগরিকত্ববাংলাদেশ
পেশাসঙ্গীতশিল্পী
দাম্পত্য সঙ্গীডলি সায়ন্তনী (বিচ্ছেদ)
  • রিফাত আরা রামিজা (বি. ২০১৫)

সঙ্গীতজীবন

রবি চৌধুরী প্রথম অডিও অ্যালবাম প্রকাশিত হয় ‘সেলেক্স’ নামক এক কোম্পানি থেকে।[1] তিনি চলচ্চিত্রের গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। সঙ্গীত পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘আন্দোলন’ ও সর্বশেষ চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’।[1][2] রিমঝিম স্টুডিও নামে তার একটি স্টুডিও রয়েছে।

ব্যক্তিগত জীবন

ব্যক্তিগত জীবনে রবি চৌধুরী তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি রিফাত আরা রামিজা নামে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[3] এই দম্পতির এক কন্যা সন্তান রয়েছে। এরপূর্বে তিনি সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী ও অন্য আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যাদের সঙ্গে বিচ্ছেদ ঘটে।[3]

তথ্যসূত্র

  1. "জীবনের শেষ সম্বল ছিল হাতের একটি আংটি আর গায়ের কম্বল : রবি চৌধুরী"যুগান্তর। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯
  2. "সংগীত পরিচালক রবি চৌধুরী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯
  3. "ভালবাসা দিবসে বিয়ে করলেন রবি চৌধুরী"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.