ডলি সায়ন্তনী

ডলি সায়ন্তনী হলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী[1][2][3][4][5][6] এবং ব্যবসায়ী।[7] তার সুদীর্ঘ কর্মজীবনে তিনি ১৫টি একক অ্যালবাম, ১০০টির উপরে দ্বৈত ও মিশ্রিত অ্যালবামের কাজ করেছেন। এছাড়াও তিনি ৭০০টির উপরে বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন।[6][8][9] তার গাওয়া প্রথম চলচ্চিত্র ছিল উত্থানপতন। গানের কথা ছিল রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা।

ডলি সায়ন্তনী
জন্মপাবনা, বাংলাদেশে
ধরনফোক, চলচ্চিত্র, ফিউশন, পপ
পেশানেপথ্য কষ্ঠশিল্পী, পপশিল্পী
বাদ্যযন্ত্রসমূহvocals
কার্যকাল১৯৯২–রর্তমান

চলচ্চিত্রের তালিকা

  • উথ্যান পতন - ১৯৯২
  • কুলি - ১৯৯৭
  • টাইগার - ১৯৯৭
  • কে আমার বাবা - ১৯৯৯
  • ম্যাডাম ফুলি - ১৯৯৯
  • পাগলা ঘন্টা - ১৯৯৯
  • অনন্ত ভালবাসা - ১৯৯৯
  • কারাগার - ২০০৩
  • চার সতীনের ঘর - ২০০৫
  • জীবন মরনের সাথী - ২০১১
  • বস নাম্বার ওয়ান - ২০১১
  • খোদার পরে মা - ২০১২
  • ডন নাম্বার ওয়ান - ২০১২
  • ফুল এন্ড ফাইনাল - ২০১৩
  • লালচর - ২০১৫
  • মেয়েটি এখন কোথায় জাবে - ২০১৭

উল্লেখযোগ্য গান

  • "কালিয়া"
  • "হে যুবক"
  • "নিতাইগঞ্জ"
  • "আমার মাটির গাছে লাউ ধইরাছে"

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.