রফিক উদ্দীন ভূঁইয়া
রফিক উদ্দীন ভূঁইয়া ছিলেন ভাষা সৈনিক ও ’৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে ময়মনসিংহ অঞ্চলের অন্যতম সংগঠক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর ৬দফা আন্দোলনের বিপ্লবী নেতা রফিক উদ্দিন ভূঁইয়া নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামে ১৯২৮ সালের ২৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন।
রফিক উদ্দীন ভূঁইয়া | |
---|---|
![]() রফিক উদ্দীন ভূঁইয়া | |
জন্ম | মেরেঙ্গা, নান্দাইল উপজেলা | ২৫ জানুয়ারি ১৯২৮
মৃত্যু | ২৩ মার্চ ১৯৯৬ ৬৮) নান্দাইল উপজেলা | (বয়স
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | জাতীয় সংসদ সদস্য |
কার্যকাল | 1952 |
পরিচিতির কারণ | ভাষা সৈনিক |
উল্লেখযোগ্য কর্ম | ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে ময়মনসিংহ অঞ্চলের অন্যতম সংগঠক |
স্বাধীনতা যুদাধ ও ভাষা আন্দোলন
মহান স্বাধীনতা যুদ্ধে তার তত্ত্বাবধানে ময়মনসিংহ অঞ্চলের মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে অংশ নেন। এর আগে ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর সৈনিক হিসেবেও তিনি কাজ করেছেন। সে সময় তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

স্বাধীনতা পরবর্তি কার্যক্রম
দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে রফিক উদ্দিন ভূঁইয়া নান্দাইল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘকাল ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের ওয়াকিং কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি ১৯৫৬ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ময়মনসিংহ জেলা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়া নান্দাইল সদরে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭২ সালে এলাকাবাসীর সহযোগিতায় শহীদ স্মৃতি আদর্শ (বর্তমানে ডিগ্রি) কলেজ প্রতিষ্ঠাতা করেন।
মৃত্যু
সাদামাটা জীবন ও নীতিবান মানুষ হিসেবে পরিচিত জননেতা রফিক উদ্দিন ভূঁইয়া ১৯৯৬ সালের ২৩ মার্চ বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেন।
আরো দেখুন
তথ্যসূত্র
নান্দাইলের একশবছরের ইতিহাস
ময়মনসিংহের ভাষাসৈনিকগণ