রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ
রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ (ইংরেজি: Rangpur Technical School And college)বাংলদেশের রংপুর বিভাগের রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ।[1] বিদ্যালয়টি ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর পশ্চিমে দিকে রংপুর বালিকার বিদ্যালয় ও পূর্বদিকে জেলা পরিষদ অবস্থিত। এটি রংপুর জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।
![]() প্রশাসনিক ভবন, রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ | |
ধরন | রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ |
---|---|
স্থাপিত | ১৮৬৫ |
অধ্যক্ষ | মোঃ আনোয়ার হোসেন |
শিক্ষার্থী | ১৮০০ জন |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | RTSC |
ওয়েবসাইট | https://www.tscrangpur.edu.bd |
প্রতিষ্ঠানের ধরনের
রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান।এটি একটি সরকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত।
শিক্ষা কার্যক্রম
রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে ২ টি কোর্স চালু রয়েছে এবং প্রতিটি কোর্স দুই বছর মেয়াদি।
- এস এস সিভোক কোর্স
- এইচ এস সিভোক কোর্স
ট্রেডসমূহ
রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে ১০ টি ট্রেড রয়েছে।এগুলো হল:
- জেনারেল ইলেক্ট্রনিক্স
- অটোমোটিভ
- কম্পিউটার এন্ড ইনফরমেশন
- সিভিল ড্রাফটিং উইথ ক্যাড
- জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস
- ফার্ম মেশিনারিজ
- মেশিন টুলস অপারেশন
- উড ওয়ার্কিং
- রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং
- ওয়েল্ডিং এন্ড ফ্রেবিকেশন
সুযোগ সুবিধা
ছাত্রাবাস
রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে এখন পর্যন্ত কোন ছাত্রাবাস নেই। তবে শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থা রয়েছে।
খেলার মাঠ
রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে বড় খেলার মাঠ নেই তবে ব্যাডমিন্টন ও ভলিবল খেলার মাঠ আছে। তবে কিছু দিনপর মাঠ হবে বলে জানা গেছে
তথ্যসূত্র
- "রংপুর তথ্যবাতায়ন"। ৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬।