রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ (ইংরেজি: Rangpur Technical School And college)বাংলদেশের রংপুর বিভাগের রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ।[1] বিদ্যালয়টি ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর পশ্চিমে দিকে রংপুর বালিকার বিদ্যালয় ও পূর্বদিকে জেলা পরিষদ অবস্থিত। এটি রংপুর জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ
প্রশাসনিক ভবন, রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ
ধরনরংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ
স্থাপিত১৮৬৫ (1865)
অধ্যক্ষমোঃ আনোয়ার হোসেন
শিক্ষার্থী১৮০০ জন
অবস্থান,
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামRTSC
ওয়েবসাইটhttps://www.tscrangpur.edu.bd

প্রতিষ্ঠানের ধরনের

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান।এটি একটি সরকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত।

শিক্ষা কার্যক্রম

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে ২ টি কোর্স চালু রয়েছে এবং প্রতিটি কোর্স দুই বছর মেয়াদি।

ট্রেডসমূহ

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে ১০ টি ট্রেড রয়েছে।এগুলো হল:

  1. জেনারেল ইলেক্ট্রনিক্স
  2. অটোমোটিভ
  3. কম্পিউটার এন্ড ইনফরমেশন
  4. সিভিল ড্রাফটিং উইথ ক্যাড
  5. জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস
  6. ফার্ম মেশিনারিজ
  7. মেশিন টুলস অপারেশন
  8. উড ওয়ার্কিং
  9. রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং
  10. ওয়েল্ডিং এন্ড ফ্রেবিকেশন

সুযোগ সুবিধা

ছাত্রাবাস

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে এখন পর্যন্ত কোন ছাত্রাবাস নেই। তবে শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থা রয়েছে।

খেলার মাঠ

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে বড় খেলার মাঠ নেই তবে ব্যাডমিন্টন ও ভলিবল খেলার মাঠ আছে। তবে কিছু দিনপর মাঠ হবে বলে জানা গেছে

তথ্যসূত্র

  1. "রংপুর তথ্যবাতায়ন"। ৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬

বহিসংযোগ

টেমপ্লেট:রংপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.