যোগাযোগ (২০১৫-এর চলচ্চিত্র)

যোগাযোগ শেখর দাস পরিচালিত ২০১৫ সালে ভারতীয় বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ১৯২৯ সালের একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শুভলগ্না মুখার্জী, ব্রাত্য বসু, অনন্যা চ্যাটার্জী, লকেট চ্যাটার্জী ও অর্জুন চক্রবর্তী।[1][2]

যোগাযোগ
পরিচালকশেখর দাস
প্রযোজকজয়ন্তকুমার ঘোষ
চিত্রনাট্যকারশেখর দাস
উৎসরবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক 
যোগাযোগ
শ্রেষ্ঠাংশে
  • শুভলগ্না মুখার্জী
  • ব্রাত্য বসু
  • অনন্যা চ্যাটার্জী
  • লকেট চ্যাটার্জী
  • অর্জুন চক্রবর্তী
সুরকারপণ্ডিত দেবজ্যোতি বসু
চিত্রগ্রাহকইন্দ্রনীল মুখোপাধ্যায়
সম্পাদকশঙ্খ
প্রযোজনা
কোম্পানি
রতনশ্রী নির্মাণ
মুক্তি৮ মে, ২০১৫
দৈর্ঘ্য১৩৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

যোগাযোগ চলচ্চিত্রটি ২০১৫ সালের ৮ মে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীতে ভারতে মুক্তি পায়।[3]

কুশীলব

  • শুভলগ্না মুখোপাধ্যায় - কুমুদিনী
  • ব্রাত্য বসু - মধুসূদন
  • অনন্যা চ্যাটার্জী - শ্যামাসুন্দরী
  • লকেট চ্যাটার্জী - রিমি
  • অর্জুন চক্রবর্তী - বিপ্রদাস
  • বরুণ চন্দ - কালু মুখোপাধ্যায়
  • খরাজ মুখার্জী
  • সাহেব চট্টোপাধ্যায় - নবীন
  • সুজয় প্রসাদ চ্যাটার্জী - অমূল্য
  • বিশ্বজিৎ চক্রবর্তী
  • লিলি চক্রবর্তী

সঙ্গীত

যোগাযোগ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন পণ্ডিত দেবজ্যোতি বসু। গানে কণ্ঠ দেন শ্রেয়া ঘোষাল, কৌশিকী চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ও সাহেব চ্যাটার্জী।

প্রতিক্রিয়া

দ্য টাইমস অব ইন্ডিয়ার চলচ্চিত্র সমালোচক মধুশ্রী ঘোষ ছবিটিকে ৫ তারকার মধ্যে ৩ তারকা প্রদান করেন এবং বলেন "যোগাযোগ অবশ্য দর্শনীয় একটি চলচ্চিত্র এর অভিনয়শিল্পীদের অভিনয়ের জন্য।" তিনি ব্রাত্য বসু, শুভলগ্না মুখার্জী ও অনন্যা চ্যাটার্জীর অভিনয়ের প্রশংসা করেন।[4]

তথ্যসূত্র

  1. "Tagore's Jogajog adaptation to star Ananya, Bratya Basu"দ্য টাইমস অব ইন্ডিয়া। ১২ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭
  2. "The women of Sekhar Das's Jogajog talk Tagore and films with t2"দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া। ১২ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭
  3. "Film version of Tagore's music-based novel Jogajog to release on poet's birth anniversary"First Post। ৪ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭
  4. Ghosh, Madhusree (২০ এপ্রিল ২০১৬)। "Jogajog Movie Review"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.