যমুনা দেবী

যমুনা দেবী (২৯ নভেম্বর ১৯২৯ - ২৪ সেপ্টেম্বর ২০১০) মধ্যপ্রদেশ ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সাবেক রাজনীতিবিদ। তিনি মধ্যপ্রদেশের বিধানসভার দায়িত্ব পালন করেন। এছাড়াও বিরোধী দলীয় নেতা এবং সহকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।[1] তিনি ঝাবুওয়া থেকে নির্বাচিত (১৯৬২-১৯৬৭) সাবেক লোকসভা সদস্য। এছাড়াও ১৯৭৮-৮১ সালে রাজ্যসভার সদস্য ছিলেন।.[2]

যমুনা দেবী
जमुना देवी
মধ্যপ্রদেশের সহকারী মুখ্যমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯৮  ২০০৩
মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলীয় নেতা
কাজের মেয়াদ
২০০৩  ২০১০
পূর্বসূরীবাবুলাল গৌড়
উত্তরসূরীসত্যদেব ক্যাটার
মধ্যপ্রদেশ বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৯৩  ২০১০
পূর্বসূরীরঞ্জনা বাঘেল
উত্তরসূরীমুকম সিং
সংসদীয় এলাকাকুকসি
কাজের মেয়াদ
১৯৮৫  ১৯৯০
পূর্বসূরীপ্রতাপ সিং বাঘেল
উত্তরসূরীরঞ্জনা বাঘেল
মধ্যপ্রদেশ রাজ্যসভার সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৮  ১৯৮১
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৯৬২  ১৯৬৭
পূর্বসূরীআ্মার সিং দামার
উত্তরসূরীসুর সিং
সংসদীয় এলাকালোকসভা , মধ্যপ্রদেশ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৯-১১-২৯)২৯ নভেম্বর ১৯২৯
সরদারপুর, মধ্যপ্রদেশ, ব্রিটিশ ভারত
মৃত্যু২৪ সেপ্টেম্বর ২০১০(2010-09-24) (বয়স ৮০)
ইন্দোর, মধ্যপ্রদেশ, ভারত
রাজনৈতিক দল INC
(ভারতীয় জাতীয় কংগ্রেস)
সন্তান১ মেয়ে
পিতামাতাসুখজি (বাবা)
পেশারাজনীতিবিদ
১৭ জুন, ২০১৮ অনুযায়ী
উৎস: ["Biography" (PDF)। Vidhan Sabha, Madhya Pradesh Legislative Assembly।]

রাজনীতি

যমুনা দেবী ১৯৫২-১৯৫৭ মধ্যভারত রাজ্যের প্রথম বিধানসভার সদস্য ছিলেন। এরপর ঝাবুওয়া নির্বাচিত ১৯৬২ থেকে ১৯৬৭ পর্যন্ত সংসদের সদস্য ছিলেন, তাছাড়াও ১৯৭৮ থেকে ১৯৮১ পর্যন্ত রাজ্যসভার দায়িত্ব পালন করেন।

তিনি অর্জুন সিং, মতিলাল ভোরা এবং শ্যামা চরন শুকলা সরকারের নিম্নপদস্থ মন্ত্রী ছিলেন। ১৯৯৮ সালে পদোন্নতি পেয়ে রাজ্যসভার প্রথম নারী হিসেবে সহকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৩ সালে নির্বাচনে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতা হারায় তখন ২০১০ সাল পর্যন্ত বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন। [3][4]

মৃত্যু

দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়ার পর ২০১০ সালের ২৪ শে সেপ্টেম্বর ইন্দোরে মৃত্যবরণ করেন। [5][6][7][8]

তথ্যসূত্র

  1. http://mpvidhansabha.nic.in/lop-JamunaDevi.htm
  2. http://www.dnaindia.com/india/report-congress-leader-jamuna-devi-passes-away-1442360
  3. Cong leader Jamuna Devi passes away
  4. MP Leader of Oppn Jamuna Devi dies at 80
  5. Singh, Mahim Pratap (২৪ সেপ্টে ২০১০)। "Veteran Congress leader Jamuna Devi passes away" (English ভাষায়)। Bhopal: thehindu.com। The Hindu। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮
  6. "Cong leader Jamuna Devi passes away" (English ভাষায়)। Bhopal: indiatoday.in। ITGD Bureau। ২৪ সেপ্টে ২০১০। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮
  7. "MP's senior INC leader Jamuna Devi passes away" (Hindi ভাষায়)। Indore: hindi.oneindia.com। ২৪ সেপ্টে ২০১০। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮
  8. "MP Leader of Oppn Jamuna Devi aka Buaji is dead" (English ভাষায়)। Indore: news.webindia123.com। UNI। ২৪ সেপ্টে ২০১০। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.