মৎস্যকন্যা

মৎস্যকন্যা ( ইংরেজি ভাষায়: Mermaid) একটি শতাব্দী প্রাচীন কাল্পনিক নারী চরিত্র। পৃথিবীর বিভিন্ন দেশের লোকজ সংস্কৃতির বিভিন্ন গল্প, আখ্যানে এই নারী চরিত্রটি খুজে পাওয়া যায়। মৎস্যকন্যা দেখতে অর্ধ নারীর মত, যার কোমরের নীচের অংশবিশেষ সাধারণ মাছের মত। কিন্তু উপরের অর্ধাঙ্গ নারীর অবয়াবে গঠিত। মৎস্যকন্যারা সামুদ্রিক পরিবেশে বেড়ে উঠলেও তারা অনেকটা ডলফিনের মতো জলের উপরের পরিবেশে অভ্যস্ত। দীর্ঘ সময় পানির সংর্স্পশে না ধাকলে মৎস্যকন্যারা নিস্তেজ হয়ে পড়ে।

মৎস্যকন্যা
দলপৌরাণিক
উপ দলজলজ আত্তা
অনুরূপ সৃষ্টিমৎস্যনর
Siren
Ondine
পুরাণবিশ্ব পুরাণ
দেশবিশ্বব্যাপী
আবাসমহাসাগর, সমুদ্র

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.