ম্যাজেলান প্রণালী
ম্যাজেলান প্রণালী (ইংরেজি: Strait of Magellan) আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী এবং দক্ষিণ আমেরিকার মূল মহাদেশীয় ভূখণ্ডের দক্ষিণ প্রান্ত ও তিয়ের্রা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জকে পৃথককারী জলপথ।[1] প্রণালীটি ৫৬০ কিমি দীর্ঘ এবং ৩ থেকে ২৪ কিমি প্রস্থবিশিষ্ট। ১৫২০ সালে পর্তুগিজ পর্যটক ম্যাজেলান এটি আবিষ্কার করেন।[1] বর্তমানে প্রণালীটির প্রায় সমস্ত অংশই চিলির অধীন। প্রণালীর উপর চিলির সার্বভৌমত্ব বজায় রাখার মূল মহাদেশীয় ভূখণ্ডে পুন্তাস আরেনাস শহরটি প্রতিষ্ঠা করা হয়। শহরটি (তিয়েররা দেল ফুয়েগো-র পোরভেনির লোকালয়সহ) অ্যান্টার্কটিকা বা কুমেরু ভ্রমণের জন্য একটি মঞ্চবিন্দু।
ম্যাজেলান প্রণালী | |
---|---|
![]() ম্যাজেলান প্রণালী দক্ষিণ আমেরিকার দিকের অংশ | |
স্থানাঙ্ক | ৫৩°২৮′ দক্ষিণ ৭০°৪৭′ পশ্চিম |
ধরন | প্রণালী |
অববাহিকার দেশসমূহ | ![]() ![]() |
সর্বাধিক দৈর্ঘ্য | ৫৭০ কিমি (৩৫০ মা) |
ন্যূনতম প্রস্থ | ২ কিমি (১.২ মা) |

আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে পাড়ি দেবার ক্ষেত্রে ম্যাজেলান প্রণালীটি পালতোলা জাহাজগুলির জন্য ড্রেক প্রণালী (তিয়ের্রা দেল ফুয়েগো ও অ্যান্টার্কটিকা উপদ্বীপের মধ্যে অবস্থিত) থেকে অপেক্ষাকৃত নিরাপদে। তবে ১৯১৪ সালে পানামা খাল নির্মাণের পর ম্যাজেলান প্রণালীর গুরুত্ব হ্রাস পায়। বর্তমানে এখানে প্রকৃতি-ভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ ঘটছে কেননা এখানকার উপকূল ও পার্বত্য অঞ্চলের ভূদৃশ্যাবলি অত্যন্ত চিত্তাকর্ষক।[1]
ছবিতে ম্যাজেলান প্রণালী
- ম্যাজেলান প্রণালীতে সূর্যোদয়
- ম্যাজেলান প্রণালীতে সূর্যাস্ত
তথ্যসূত্র
- Michael Lück, সম্পাদক (২০০৮), The Encyclopedia of Tourism and Recreation in Marine Environment, CABI, পৃষ্ঠা 280