ম্যাগপাই ওএস

ম্যাগপাই ওএস, অথবা শুধু ম্যাগপাই লিনাক্স (ইংরেজি: MagpieOS, Magpie Linux), বাংলাদেশের ডেভেলপার রিজওয়ান হাসান নির্মিত একটি আর্চ-ভিত্তিক ওপেন সোর্স লিনাক্স ডিস্ট্রিবিউশন, যা ব্যবহারবান্ধব পরিবেশ ও প্রবেশযোগ্যতার উপর গুরুত্বারোপ করে এবং আউট-অব-দ্য-বক্স কাজের জন্য প্রস্তুত থাকে।

ম্যাগপাই ওএস
ম্যাগপাই ওএসের স্ক্রিনশপ্ট
ডেভলপাররিজওয়ান হাসান
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয় (রোলিং রিলিজ)
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তি২.৪ "ইভা" / ২ অক্টোবর ২০১৮ (2018-10-02)
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ইউজারল্যান্ডগ্নু
ব্যবহারকারী ইন্টারফেসগ্নোম ৩, এক্সএফসিই[1]
লাইসেন্সগ্নু জেনারেল পাবলিক লাইসেন্স সংস্করণ ৩.০
ওয়েবসাইটmagpieos.net

ডিস্ট্রোটির হালনাগাদ পদ্ধতি হল রোলিং রিলিজ এবং এটি প্যাকেজ ম্যানেজার হিসাবে প্যাকম্যান ও আর্চ রিপোজিটরি ব্যবহার করে। [2]

বৈশিষ্ট্য

ম্যাগপাই মূলত গ্নোম ৩ ডেস্কটপবাহী আর্চ-ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন যাতে সুবিধাজনক কিছু বাড়তি সফটওয়্যার সংযুক্ত করা হয়েছে। এতে নিজস্ব আইকন ও থিমসহ একটি কাস্টম রিপো রয়েছে।[3]

ম্যাগপাই ওএসের সাথে অন্তর্ভুক্ত কিছু সফটওয়্যার হল: ফায়ারফক্স, লিব্রেঅফিস, ইউগেট, ব্লিচবিট, নোটপ্যাডকিউকিউ, সুজ্যে স্টুডিও ইমেজ রাইটার, প্যাম্যাক প্যাকেজ ম্যানেজার, জিপার্টেড, গিম্প, রিদমবক্স, সিম্পল স্ক্রিন রেকর্ডার, টোটেম ভিডিও প্লেয়ারসহ সবগুলো ডিফল্ট গ্নোম সফটওয়্যার এবং কাস্টম ওয়ালপেপারের একটি সেট।[3]

মূলত গ্নোম ও এক্সএফসিই ডেস্কটপ পরিবেশ এর ভিত্তিতে তৈরি হলেও ম্যাগপাই ওএস বর্তমানে অন্যান্য ডেস্কটপ পরিবেশও সমর্থন করে।[3]

দূর্ভাগ্যবশত, ম্যাগপাই ওএস বাংলাদেশে তৈরি হলেও এখনও বাংলা ও অন্যান্য স্থানীয় ভাষা সমর্থন করে না। গ্নোমের সমর্থিত ভাষাগুলোই শুধু সমর্থন করে(যথা— হিন্দি, ইংরেজি ইত্যাদি)।[3]

নামকরণ

ম্যাগপাই (Magpie) শব্দের বাংলা অর্থ দোয়েল পাখি। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। একজন বাংলাদেশী ডেভলপারের তৈরি বলে ডিস্ট্রিবিউশনটির নাম ম্যাগপাই ওএস রাখা হয়েছে।[4]

সুবিধা

ম্যাগপাই লিনাক্সের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:[5]

  • আর্চ লিনাক্সের উপর ভিত্তি করে নির্মিত,
  • গ্নোম ৩ এবং এক্সএফসিই ডেস্কটপ,
  • আকর্ষণীয় থিম ও আইকন,
  • রোলিং রিলিজ।

তথ্যসূত্র

  1. "ম্যাগপাই ওএস-গেট এ ফ্রেশ এক্সপেরিয়েন্স অব আর্চ"। ম্যাগপাই ওএস। সংগ্রহের তারিখ আগস্ট ১৫, ২০১৮
  2. "আর্চ-ভিত্তিক ইন্ডি [[লিনাক্স ডিস্ট্রিবিউশন]] — ম্যাগপাই ওএস"ইটস ফস। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১৮ ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  3. জন ফল (জানুয়ারি ৩০, ২০১৮)। "আর্চ ভিত্তিক ইন্ডি লিনাক্স ডিস্ট্রো — ম্যাগপাই ওএস"ইটস ফস
  4. জন ফল (জানুয়ারি ৩০, ২০১৮)। "আর্চ ভিত্তিক ইন্ডি লিনাক্স ডিস্ট্রো — ম্যাগপাই ওএস"ইটস ফসRizwan named his distro MagpieOS because the magpie is the official bird of Bangladesh.
  5. "গেট ম্যাগপাই ওএস"সোর্সফোর্জ। জানুয়ারি ৩০, ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.