ম্থু-স্তোব্স-র্নাম-র্গ্যাল
ম্থু-স্তোব্স-র্নাম-র্গ্যাল (তিব্বতি: མཐུ་སྟོབསརྣམ་རྒྱལ་, ওয়াইলি: mthu stobs rnam rgyal) তিব্বতের গ্ত্সাং-পা রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন।
সংক্ষিপ্ত পরিচয়
ম্থু-স্তোব্স-র্নাম-র্গ্যাল তিব্বতের গ্ত্সাং-পা রাজবংশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাজা ঝিগ-শাগ-পা-ত্শে-ব্র্তান-র্দো-র্জের পুত্র ছিলেন। তাঁর রাজত্বকাল সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। ১৫৮৬ খ্রিষ্টাব্দে তিনি সাম-গ্রুব-ত্সে দুর্গের অধিপতি হিসেবে নিয়োজিত হন। তাঁর ফুন-ত্শোগ্স-র্নাম-র্গ্যাল নামক একটি পুত্রসন্তানের জন্ম হয়, যিনি পরবর্তীকালে গ্ত্সাং-পা রাজবংশের একজন শক্তিশালী শাসক হন।[1][2]
তথ্যসূত্র
- Giuseppe Tucci, Tibetan Painted Scrolls, 1949, p. 697.
- Tsepon W.D. Shakabpa, Tibet. A Political History, Yale 1967, p. 100.
পূর্বসূরী ঝিগ-শাগ-পা-ত্শে-ব্র্তান-র্দো-র্জে |
ম্থু-স্তোব্স-র্নাম-র্গ্যাল দ্বিতীয় গ্ত্সাং-পা শাসক |
উত্তরসূরী কুন-স্পাংস-ল্হা-দ্বাং-র্দো-র্জে |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.