মোহাম্মদ নোমান (শিক্ষাবিদ)

মোহাম্মদ নোমান শিক্ষাবিদ (মৃত্যু: ৬ সেপ্টেম্বর ১৯৯৬) ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ১৯৯৪ সালে তাকে বাংলাদেশ সরকার একুশে পদককে ভূষিত করে।[1]

মোহাম্মদ নোমান
জন্ম১৯২৮
মৃত্যু৬ সেপ্টেম্বর ১৯৯৬(1996-09-06) (বয়স ৬৭–৬৮)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাএমএ (ইংরেজি)
যেখানের শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাবিশ্ববিদ্যালয়ের একাডেমিক, অধ্যক্ষ

শিক্ষা ও কর্মজীবন

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক এবং মাস্টার্স সম্পন্ন করেন।

১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি সরকারি চাকরিতে যোগ দেন এবং ১৯৫১ সালে চট্টগ্রাম কলেজে যোগ দেন এবং পরে ১৯৫২ সালে রাজশাহী কলেজে যোগ দেন। তিনি ১৯৫৪ সালে ঢাকা কলেজে স্থানান্তরিত হন। তিনি ১৯৬০-১৯৬২ সালে সিলেটের মুরিড়ি চাঁদ কলেজে কাজ করেন। তিনি পাঁচ বছর ধরে ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। ১৯৭২ সালে তিনি গণশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক ছিলেন।[2] পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপাচার্য নিযুক্ত হন। এ ছাড়া তিনি কবি নজরুল সরকারি কলেজ ও ঢাকা রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষও ছিলেন।[2]

পুরস্কার

  • রাষ্ট্রপতির শ্রেষ্ঠ শিক্ষক পদক (১৯৭০)
  • একুশে পদক (১৯৯৪)

তথ্যসূত্র

  1. "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান" (PDF)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯
  2. "অধ্যাপক মোহাম্মদ নোমান : শ্রদ্ধাঞ্জলি"বাংলাদেশ প্রতিদিন। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.