আবু হেনা (রাজনীতিবিদ)

আবু হেনা একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তা। তিনি ১৯৯৬২০০১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে রাজশাহী-৩ (পবামোহনপুর) আসন থেকে পরপর দুবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।[1][2][3]

আবু হেনা
৮ম জাতীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০১  ২০০৬
৭ম জাতীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬  ২০০১
পূর্বসূরীঅধ্যাপক আব্দুল গফুর
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
পেশারাজনীতিবিদ

কর্ম ও রাজনৈতিক জীবন

আবু হেনা কর্মজীবনে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালকসহ সরকারি বিভিন্ন পদে চাকুরী করেন এবং যুগ্ন সচিব হিসেবে তার চাকুরীজীবন শেষ করে রাজনীতিতে প্রবেশ করেন।[1] প্রাথমিকভাবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচন করতে চাইলেও ব্যর্থ হয়ে ১২ জুন ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে রাজশাহী-৩ (পবামোহনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[1][4]

২০০৫ সালে নিজ দলের সমালোচনা করে তিনি আলোচনায় আসেন এবং তাকে দল থেকে বহিস্কার করা হয়।[5] ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি তথাকথিত সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত হন।[1][2] ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মহুর্তে বিএনপি তাকে পুনরায় দলে ফিরিয়ে এনে রাজশাহী-৪ আসন থেকে মনোনয়ন প্রদান করে।[6][7]

তথ্যসূত্র

  1. Bhorerkagoj (২০ নভে ২০১৮)। "বাগমারায় আবু হেনাকে অবাঞ্ছিত ঘোষণা : মনোনয়ন না দেয়ার দাবি"Bhorer Kagoj। সংগ্রহের তারিখ ৭ ডিসে ২০১৮
  2. https://www.banglanews24.com/election-comission/news/bd/680786.details
  3. "বিএনপির সাবেক এমপি আবু হেনা অবাঞ্ছিত রাজশাহী-৪ আসন - - - - জনকন্ঠ"জনকন্ঠ। সংগ্রহের তারিখ ৭ ডিসে ২০১৮
  4. https://www.banglanews24.com/national/news/bd/686443.details
  5. https://bdnews24.com/politics/2005/11/23/abu-hena-mp-expelled-from-bnp-1st-ld
  6. prothomalo.com (২৬ নভে ২০১৮)। "আবু হেনা এবার সবচেয়ে 'গরিব'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ ডিসে ২০১৮
  7. "বাগমারার সাবেক এমপি আবু হেনা দলে ফিরছে"The Daily Sangram। ৩ নভে ২০১৮। সংগ্রহের তারিখ ৭ ডিসে ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.