মোহাম্মদ আবু বকর সিদ্দিকি
মোহাম্মদ আবু বকর সিদ্দিকি ফুরফুরার সিদ্দিকী বংশের উজ্জ্বলতম নক্ষত্র। মোজাদ্দেদে জামান ও আমিরুস শরিয়ত হিসেবে সমগ্র বিশ্বে তিনি বিশেষ খ্যাতি লাভ করেছিলেন।[1] আরবের বাদশাহকেও তিনি হেদায়েতী পত্র লিখেছিলেন। যার উত্তর আজও সযত্নে রক্ষিত আছে। বাংলা ভারতের প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ-নসিহত, হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা, পত্রপত্রিকা প্রকাশ ও শিক্ষা বিস্তারে তার অবদান ইসলামী বিশ্বকোষে বর্ণিত হয়েছে।[2][3][4]
মোহাম্মদ আবু বকর সিদ্দিকি | |
---|---|
![]() দাদা হুজুরের মাজার | |
ধর্ম | ইসলাম |
ক্রম | সিলসিলা-এ-ফুরফুরা শরীফ |
ব্যক্তিগত | |
জন্ম | ১৫ এপ্রিল ১৮৪৫ |
মৃত্যু | ১৭ মার্চ ১৯৩৯ ৯৩) | (বয়স
সমাধিস্থল | ফুরফুরা শরীফ, পশ্চিম বাংলা |
ধর্মীয় জীবন | |
শিক্ষকতা | হাফেজ জামালুদ্দীন, মওলানা বিলায়েত, শায়খুদ্দালাইল আমীন বিদ্ওয়ান |
কাজ | দাওয়াত |
পরিবার | |
সন্তান | ৫ ছেলে |
প্রথম জীবন
মোহাম্মদ আবু বকর সিদ্দিকি ১৮৪৫ সালে হুগলী জেলার ঐতিহাসিক গ্ৰাম ফুরফুরা শরিফে পিতা আব্দুল মুক্তাদির সিদ্দিকীর ঘরে জন্ম গ্ৰহণ করে, এবং ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকির সরাসরি বংশধর, তিনি সবার কাছে দাদা হুজুর পীর কেবলা নামে পরিচিত ।
আরো দেখুন
তথ্যসূত্র
- "আল-জামেয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসা"। furfura.com। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।
- "প্রসঙ্গ ইসলাম ॥ ফুরফুরা শরীফের যুব সংস্কারক"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।
- "যুগসংস্কারক মওলানা আবু বকর সিদ্দিকী (রহ)"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।
- "জাতীয় জাগরণে পীর আবু বকর সিদ্দিকী (রহ.)-এর অবদান"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.