মোহন দাস

মোহন দাস একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি অসম গণ পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একবার আসাম বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

মোহন দাস
আসাম বিধানসভা
কাজের মেয়াদ
১৯৯৬  ২০০১
পূর্বসূরীকৃষ্ণ কান্ত লহকার
উত্তরসূরীপবীন্দ্র ডেকা
সংসদীয় এলাকাপাটাচারকুচি
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু৫ জুলাই ২০১৯
রাজনৈতিক দলঅসম গণ পরিষদ

রাজনৈতিক জীবন

মোহন দাস বড়পেটা জেলার অন্তর্গত পাটাচারকুচি বিধানসভা কেন্দ্র থেকে ১৯৯৬ সালে আসাম বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[1]

মৃত্যু

মোহন দাস ২০১৯ সালের ৫ জুলাই প্রয়াত হন।[2]

তথ্যসংগ্রহ

  1. "Assam Legislative Assembly - Members 1996-2001"Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  2. "Ex-MLA Mohan Das Passes Away"Pratidin Time। ৫ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.