মোস্তাফিজার রহমান মোস্তফা
মোস্তাফিজার রহমান মোস্তফা বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি জাতীয় পার্টির হয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির ভাইস-চেয়ারম্যান। [1][2][3] ২০১৭ সালে তিনি মেয়র হিসেবে নির্বাচিত হন।[4][5]
মোস্তাফিজার রহমান মোস্তফা | |
---|---|
রংপুর সিটি কর্পোরেশন | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | রংপুর জেলা, বাংলাদেশ |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
জন্ম ও শিক্ষাজীবন
মোস্তাফিজার রহমান ১৯৭৯ সালে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী লাভ করেন। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। [6]
কর্মজীবন
তিনি ১৯৮৩-১৯৮৪ সালে কুমরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন প্রথম শ্রেণীর ঠিকাদার হিসেবে ব্যবসা শুরু করেন। এর পাশাপাশি তিনি সমাজ সেবামূলক বিভিন্ন কাজে নিজেকে জড়িয়ে রাখেন।
রাজনৈতিক জীবন
১৯৯৪ সালে রংপুরে গঠিত জাতীয় পার্টির জেলা কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হন মোস্তফা। পর্যায়ক্রমে জাতীয় পার্টি পৌর নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ৮ বছর, সদর উপজেলা কমিটির সভাপতি হিসেবে ৩ বছর, জেলা সাধারণ সম্পাদক হিসেবে ২ বছর ৬ মাস , জেলা সদস্য সচিব হিসেবে প্রায় ২ বছর এবং ২০০৯ সালে বিপুল ভোটে রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি। [7]
তথ্যসূত্র
- "এরশাদের বিশ্বস্ততার প্রতীক মোস্তফা: রসিক নির্বাচন"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১২।
- "রসিক মেয়র মোস্তফা"। jagonews24.com। ২০১৮-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১২।
- "মোস্তফার পুঁজি ব্যক্তি ইমেজ ও লাঙ্গল, ঝন্টুর নৌকা"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১২।
- "রসিক মেয়র মোস্তফা"। আমাদের সময়। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১২।
- "রসিক নির্বাচনে জাপার প্রার্থী মোস্তফা"। সমকাল। ২০১৮-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১২।
- "বড় জয়ে মেয়র নির্বাচিত মোস্তাফিজার রহমান"। দৈনিক বণিক বার্তা। ২২ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮।
- "মেয়র পরিচিতি, রংপুর সিটি কর্পোরেশন"। rpcc.gov.bd। ২০১৮-০৮-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১২।