মোলিজে

মোলিজে (ইতালীয়: Molise; আ-ধ্ব-ব: [moˈliːze]) দক্ষিণ-মধ্য ইতালির একটি স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চল। অঞ্চলটির পশ্চিম অংশটি আপেন্নিন পর্বতমালার মধ্যে পড়েছে। বাকী অংশটি মূলত অনুচ্চ পাহাড়-পর্বত দিয়ে পূর্ণ। মধ্যযুগের শুরুর দিকে লোম্বার্দীয় শাসনামলে এটি বেনেভেন্তো নামক ডিউকরাজ্যের নিয়ন্ত্রণাধীন ছিল। ১৩শ শতকে এটিকে পর্যায়ক্রমে অঁজভাঁ, স্পেন ও বুর্বোঁ রাজবংশের শাসকেরা শাসন করে। ১৮৬০ সালে এটিকে আব্রুৎসি অঞ্চলের সাথে একত্র করে আব্রুৎসি এ মোলিজে অঞ্চলটি গঠন করা হয় এবং এই যৌথ অঞ্চলটিকে ইতালি রাজ্যের অঙ্গীভূত করে নেওয়া হয়। ১৯৬৫ সালে আবার এটিকে ভেঙে আব্রুৎসি ও মোলিজে নামের দুইটি পৃথক অঞ্চল গঠন করা হয়। ১৯৭০ সালে বিভাজনটি কার্যকর করার পরে মোলিজে ইতালির নবীনতম প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়। মোলিজের ভৌগোলিক আয়তন ৪,৪৩৮ বর্গকিলোমিটার (১,৭১৪ মা); এটি ইতালির ২য় ক্ষুদ্রতম প্রশাসনিক অঞ্চল (ভাল্লে দাওস্তা-র পরে)। এখানে ৩ লক্ষের কিছু বেশি লোকের বাস। প্রশাসনিকভাবে অঞ্চলটি দুইটি প্রদেশে বিভক্ত; কাম্পোবাসসো এবং ইজেরনিয়া। মোলিজে ইতালির সবচেয়ে গ্রামীণ অঞ্চলগুলির একটি। এটিতে উল্লেখ করার মতো যথেষ্ট বড় একটিই শহর আছে, যা হল অঞ্চলটির রাজধানী কাম্পোবাসসো।

মোলিজে
Molise

Mulise  (ভাষা?)
ইতালির প্রশাসনিক অঞ্চল

পতাকা

প্রতীক
স্থানাঙ্ক: ৪১.৬৯৯৭° উত্তর ১৪.৬১১১° পূর্ব / 41.6997; 14.6111
দেশ / রাষ্ট্রইতালি
রাজধানীকাম্পোবাসসো
সরকার
  দলপ্রধানদোনাতো তোমা (FI)
আয়তন
  মোট৪৪৩৮ কিমি (১৭১৪ বর্গমাইল)
জনসংখ্যা (৩১-১২-২০১৭)
  মোট৩,০৮,৪৯৩
  জনঘনত্ব৭০/কিমি (১৮০/বর্গমাইল)
বিশেষণমোলিজেবাসী
ইতালীয়: Molisano মোলিজানো (পুরুষ)
ইতালীয়: Molisana মোলিজানা (নারী)
সময় অঞ্চলCET (ইউটিসি+1)
  গ্রীষ্মকালীন (দিসস)CEST (ইউটিসি+2)
ISO 3166 codeIT-67
GDP (nominal)€6.1 billion (2017)[1]
GDP per capita€24,700 (2017)[2]
HDI (2017)0.860[3]
very high · 15th of 21
NUTS RegionITF
ওয়েবসাইটwww.regione.molise.it

তথ্যসূত্র

  1. "Eurostat - Tables, Graphs and Maps Interface (TGM) table"। Epp.eurostat.ec.europa.eu। ২০১১-০৮-১২। সংগ্রহের তারিখ ২০১১-০৯-১৬
  2. "Regional GDP per capita ranged from 31% to 626% of the EU average in 2017" (সংবাদ বিজ্ঞপ্তি)। ec.europa.eu। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯
  3. "Sub-national HDI - Area Database - Global Data Lab"hdi.globaldatalab.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.