মোনি কুমার সুব্বা

মোনি কুমার সুব্বা (ইংরেজি: Moni Kumar Subba;অসমীয়া: মণি কুমার চুব্বা)১৯৯৮ সন থেকে ২০০৯ সন পর্যন্ত ক্রমে দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশ লোকসভায় মোট তিনবার সাংসদ ছিলেন। তিনি অসমের তেজপুর লোকসভা সমষ্টি থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। পূর্বে তিনি লক্ষিমপুর জেলার নাওবৈচা সমষ্টির বিধায়ক ছিলেন। মোনি কুমার সুব্বা ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য।

মোনি কুমার সুব্বা
লোকসভার সাংসদ, অসম বিধানসভার বিধায়ক
সংসদীয় এলাকাতেজপুর লোকসভা সমষ্টি, নাওবৈচা বিধানসভা সমষ্টি
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৬ মার্চ ১৯৫৮
মৃত্যু২৭ মে ২০১৯[1]
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীজ্যোতি সুব্বা
সন্তান১টি পুত্র, ৩টি কণ্যা
বাসস্থানউত্তর লখিমপুর
September 25, 2006 অনুযায়ী
উৎস:

নাগরিকত্ব বিতর্ক

২০০৭ সনে কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা( ইংরেজি: Central Bureau of Investigation) সংক্ষিপ্ত রুপ- সি.বি.আই ভারতীয় উচ্চ ন্যায়ালয়কে জানান যে মোনি কুমার সুব্বার নাগরিকত্ব সন্দেহজনক। সুব্বার নাগরিকত্ব সমন্ধে জমা করা নথিপত্র সব নকল। ন্যায়ালয় তার সাংসদ হিসেবে পদচ্যুত করার আবেদনে সাড়া দেন নি।[2]

তথ্যসূত্র

  1. "Former Tezpur MP Moni Kumar Subba passes away"The News Mill। ২০১৯-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৭
  2. "Three-time MP MK Subba not an Indian: CBI"IBN7। ৩০ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.