মেলোডিক ডেথ মেটাল

মেলোডিক ডেথ মেটাল ডেথ মেটাল জন্‌রা (Genre) বা ধারার একটি উপধারা ।

ডেথ মেটালের ভোকালের ধরন হেভি মেটাল থেকেও রুক্ষ, গিটারের কাজ আরো বেশি তীক্ষ্ন ড্রামের কাজে রয়েছে প্রচন্ডতা। ডেথ মেটালের মেলো উপধারায় রয়েছে সত্যিকার অর্থেই মেলোডির ব্যবহার। ড্রামিং এ দুর্দান্ত ছন্দ, গিটারের রিফে অনুপম সুরের দ্যোতনা- এগুলো মেলো-ডেথ মেটালের কিছু বিশেষ গুণাবলি।

উল্লেখযোগ্য মেলোডিক ডেথ মেটাল ব্যান্ড

  • আমন আমার্থ
  • আর্চ এনিমি
  • অ্যাট দা গেটস
  • অ্যাট্রসিটি
  • বিহাইন্ড দা সিনারি
  • বিয়ন্ড শ্যাডোস
  • ক্যালেনিশ সার্কল
  • কারকাস
  • চিলড্রেন অফ বোডম
  • সেরিমোনিয়াল ওথ
  • ডার্ক ট্রাংকুইলিটি
  • ডারকেইন
  • ডেটোনেশন
  • ডিয়াবলো
  • এজ অফ স্যানিটি
  • এনফোরসেকেন
  • এনার মাই সাইলেন্স
  • এনটুম্‌ড
  • ইটার্নাল টিয়ার্স অফ সরো
  • একজালটেড
  • হিপক্রিসি
  • ইলডিসপোজড
  • ইন ফ্লেমস
  • ইনসমনিয়াম
  • কালমাহ
  • মার্সেনারি
  • মুনফল
  • মোর্স প্রিন্সিপিয়াম এস্ট
  • নাইটরেজ
  • নর্দার
  • নুমেনা
  • নাইট ইন গেলস
  • অমনিয়াম গ্যাদারাম
  • ওপেথ
  • স্কার সিমেট্রি
  • সেন্টেন্সড
  • স্কাইফায়ার
  • সয়েলওয়ার্ক
  • সোলার ডন
  • সুইডাকরা
  • দা ডাস্কফল
  • আনঅ্যানিমেটেড
  • উইন্টারসান

গ্রন্থবিবরণী

  • Ekeroth, Daniel (2008). Swedish Death Metal. Bazillion Points Books. আইএসবিএন ৯৭৮-০-৯৭৯৬১৬৩-১-০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.