মেমসাহেব (চলচ্চিত্র)

মেম সাহেব পিনাকী মুখার্জী পরিচালিত ১৯৭২ সালে ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র। এটি নির্মিত হয়েছিল প্রখ্যাত সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের একই নামের উপন্যাস অবলম্বনে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং অপর্ণা সেন[2]

মেমসাহেব
পরিচালকপিনাকী মুখার্জী
প্রযোজকঅসীমা ভট্টাচার্য
রচয়িতাপিনাকী মুখার্জী (সংলাপ)
চিত্রনাট্যকারপিনাকী মুখার্জী
উৎসনিমাই ভট্টাচার্য কর্তৃক 
মেমসাহেব
শ্রেষ্ঠাংশে
সুরকারঅসীমা ভট্টাচার্য
চিত্রগ্রাহককৃষ্ণ চক্রবর্তী
সম্পাদকরবীন দাস
প্রযোজনা
কোম্পানি
পম্পি ফিল্মস
পরিবেশকদেবালী পিকচার্স প্রাইভেট লিমিটেড
মুক্তি৬ অক্টোবর ১৯৭২[1]
দৈর্ঘ্য১২২ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

কুশীলব

  • উত্তম কুমার - বাচ্চু
  • অপর্ণা সেন
  • সুব্রত চ্যাটার্জী
  • গীতা দে
  • লোলিতা চ্যাটার্জী
  • বাসন্তী চ্যাটার্জী
  • শৈব্যা দত্ত
  • রত্না ভট্টাচার্য
  • ইন্দুবালা দেবী
  • আরতি চ্যাটার্জী
  • সঞ্চয়িতা সাহা
  • ঝুমা মুখার্জী
  • রত্না চ্যাটার্জী
  • ভারতী ভট্টাচার্য
  • অজন্তা কর
  • ভারতী চ্যাটার্জী
  • সুমিত্রা মুখোপাধ্যায়

সঙ্গীত

মেমসাহেব চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অসীমা ভট্টাচার্য। তার সহকারীর দায়িত্ব পালন করেছেন অলোক নাথ দে। ছবিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের "খোল দ্বার খোল" ও কবি অতুল প্রসাদ সেনের "বঁধু এমন বাদলে" গান দুটি ব্যবহৃত হয়েছে। এছাড়া অন্য গানের গীত রচনা করেছেন মিল্টু ঘোষ। গানে কণ্ঠ দিয়েছেন মান্না দে, অসীমা ভট্টাচার্য, শৈলেন মুখোপাধ্যায় এবং বাণীচক্র ও শাহানা স্কুল অফ্‌ মিউজিকের ছাত্রছাত্রীবৃন্দ।

গানের তালিকা

নং.শিরোনামলেখককণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."খোল দ্বার খোল"রবীন্দ্রনাথ ঠাকুরবাণীচক্র ও শাহানা স্কুল অফ্‌ মিউজিকের ছাত্রছাত্রীবৃন্দ 
২."আজ বুঝি পাখিরা"মিল্টু ঘোষমান্না দে, অসীমা ভট্টাচার্য 
৩."এমন সন্ধ্যা আকাশে" অসীমা ভট্টাচার্য 

তথ্যসূত্র

  1. "Memsaheb"Gomolo। ২৩ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৭
  2. "বাচ্চু রিপোর্টার"দৈনিক কালের কণ্ঠ। ৩০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.