মুহিন

মুহিন বাংলাদেশের একজন গায়ক। সে ২০০৬ সালের মিউজিক্যাল অনুষ্টান ক্লোজআপ১- তোমাকেই খোজছে বাংলাদেশ এ দ্বিতীয় অবস্থানে বিজয়ী হয়েছিল। সালমা আক্তার হয়েছিল প্রথম। তার গান গাওয়ার স্টাইল হিসেবে তিনি আধুনিক বাংলাকে বেছে নিয়েছেন। সে সংগীতা এর সাথে চুক্তি বদ্ধ হয়েছিল। পরে সংগীতার ব্যানারে তার প্রথম এলবাম মুক্তি পেয়েছিল "তোমার জন্য, ২০০৮ সালে।[1]

মুহিন
আরো যে নামে
পরিচিত
ক্লোজআপ১ (২০০৬)
জন্মবাংলাদেশ
ধরনআধুনিক বাংলা, পপ
পেশাগায়ক
কার্যকাল২০০৬-বর্তমান
লেবেলএনটিভি
সহযোগী শিল্পীক্লোজআপ১ টপ ১০ (২০০৬)

ব্যাক্তিগত জীবন

এলবাম সমুহ

  • তোমার জন্য (২০০৮)
  • গোপন কথা (২০০৯)
  • কতটা রাত একা (২০১০), সহ গায়ক আসিফ এর সাথে।
  • ঘুম আসে না (২০১১)

উল্লেখযোগ্য গান সমুহ

মুক্তির সনএলবাম/চলচ্ছিত্রগানসহ গায়ক/গায়িকাব্যানার
২০০৬বোকাবিদায়প্রিন্স মাহমুদগাংচিল
২০০৮শুভ বিবাহহৃদয় যেখানেরন্টিসাউন্ড ট্র্যাক
২০০৯খেয়ালী মনঅনুভূতিমিক্সলেজার ভিশন
২০১০জলদস্যুলাগে নাতো ভালপরশিসাউন্ড ট্র্যাক
২০১১হাকলেবারি ফিনছোট বেলায় ইচ্ছে ছিলমিক্সঅগ্নিবীনা
২০১২উরু উরু মনপায়রামুহিন ও রোন্তি,সাউন্ড ট্র্যাক, ডেডলাইন মিউজিক
২০১২তোমাকে চাইসব সময়মুহিন ও রোন্তি,ভিডিজে রাহাত, ডেডলাইন মিউজিক
২০১২আমি যাকে ভালবাসিলাভবিভিন্ন শিল্পীসিডি চয়েস
২০১৩চোখের আড়ালেপুর্ণতাবিভিন্ন শিল্পীসিডি চয়েস
২০১৩প্রেমের তাজমহলপুরনো দীর্ঘ প্রেমের কাহিনীবিভিন্ন শিল্পীসাউন্ড ট্র্যাক, লেজার ভিশন
২০১৪কি লাভ বলতুই এবং তোকেলুৎফর হাসান ও বিভিন্ন শিল্পীঈগল মিউজিক
২০১৪চল আজ বৃষ্টিতেগানে গানে তুমিবিভিন্ন শিল্পীলেজার ভিশন

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.