মুহাম্মাদ বিন কাসিম

ইমাদউদ্দিন মুহাম্মদ বিন কাসিম আল সাকাফি (আরবি: عماد الدين محمد بن القاسم الثقفي; c. ৩১ ডিসেম্বর ৬৯৫  ১৮ জুলাই ৭১৫[1]) ছিলেন একজন উমাইয়া সেনাপতি। সিন্ধু নদসহ সিন্ধুমুলতান অঞ্চল তিনি জয় করে উমাইয়া খিলাফতের অন্তর্ভুক্ত করেন। তিনি তাইফে (বর্তমান সৌদি আরব) জন্মগ্রহণ করেন। তার সিন্ধু জয়ের কারণে মুসলিমদের পক্ষে মুসলিমদের ভারতীয় উপমহাদেশ বিজয়ের পথ প্রশস্ত হয়।

মুহাম্মদ বিন কাসিম আল সাকাফি
মুহাম্মদ বিন কাসিম সৈনিকদের যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন
জন্ম৩১ ডিসেম্বর ৬৯৫
তাইফ, আরব উপদ্বীপ
মৃত্যু১৮ জুলাই ৭১৫ (২০ বছর)
আনুগত্যহাজ্জাজ বিন ইউসুফ, উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের গভর্নর
পদমর্যাদাসেনাপতি
যুদ্ধ/সংগ্রামসিন্ধুমুলতান জয় ও উমাইয়া খিলাফতের অন্তর্ভুক্তকরণ

মুহাম্মদ বিন কাসিম তাইফের সাকিফ গোত্রের সদস্য ছিলেন। তার পিতা কাসিম বিন ইউসুফ তার বাল্যকালে মৃত্যুবরণ করেন। তার চাচা উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তাকে যুদ্ধবিদ্যা ও সরকার পরিচালনা শিক্ষা দেন। সিন্ধু যাত্রার পূর্বে মুহাম্মদ বিন কাসিম তার চাচাত বোন হাজ্জাজের কন্যা জুবাইদাকে বিয়ে করেন। তার আরেকজন চাচা মুহাম্মদ বিন ইউসুফ ইয়েমেনের গভর্নর ছিলেন। হাজ্জাজের পৃষ্ঠপোষকতায় মুহাম্মদ বিন কাসিম পারস্যের গভর্নর হন। সেখানে তিনি একটি বিদ্রোহ দমন করতে সফল হন।

হাজ্জাজ বিন ইউসুফের সাথে ঘনিষ্ঠ আত্মীয়তা থাকার কারণে খলিফা সুলাইমান ইবনে আবদুল মালিকের ক্ষমতাগ্রহণের পর তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Muhammad bin Qasim - History of Sub-continent and Sindh"www.pakpedia.pk। সংগ্রহের তারিখ ২০১৮-১১-০৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.