মুসলিম শিক্ষা সংস্থা
মুসলিম শিক্ষা সংস্থা সংক্ষেপে (ইংরেজি: Muslim Educational Society) (MES) হল একটি ইসলামিক শিক্ষাভিত্তিক প্রতিষ্ঠান যেটি বিশেষ করে ভারতের কেরালা রাজ্যের মুসলমানদের শিক্ষার সাহায্যে প্রতিষ্ঠিত করা হয়।[2]
![]() | |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৪ |
---|---|
প্রতিষ্ঠাতা | ডঃ পি কে আব্দুল গফুর |
ধরণ | শিক্ষাবিষয়ক |
অবস্থান | |
এলাকাগত সেবা | ভারত |
মূল ব্যক্তিত্ব | সভাপতি পি এ ফজল গফুর ভাইস প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক সচিব কোষাধ্যক্ষ রাজ্য নির্বাহী কমিটি |
ওয়েবসাইট | http://www.meskerala.com |
ইতিহাস
মুসলিম শিক্ষা সংস্থা ডঃ পি কে আব্দুল গফুর কর্তৃক সর্বপ্রথম কোজ়িকোডে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, (তারপর কালিকাট)-এ প্রতিষ্ঠা করা হয়।[2] গফুরের পুত্র পি এ ফজল গফুর ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক করেন। তিনি মুসলিম শিক্ষা সংস্থা এর ইতিহাসে প্রথম নির্বাচনে তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হন ২০০৭ সালের মার্চ মাস থেকে।[1][3] ৭২ বছর বয়সে হাসপাতালে তার পিতার মৃত্যুর পরে ২০০৭ সাল থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।[3][4]
বিদ্যালয়ের তালিকা
মুসলিম শিক্ষা সংস্থা কেরালার স্কুলের পাশাপাশি ভারতের অন্যান্য কয়েকটি অংশে পরিচালনা করা হয় এবং কাতার শহরেও একটি প্রতিষ্ঠা করা হয়।[5][6]
তথ্যসূত্র
- "MES office-bearers elected", The Hindu, ২০০৭-০৩-১৩, সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৮
- Profile, Muslim Educational Society, সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৮
- "MES efforts draw praise", The Hindu, ২০০৭-০৮-১৭, সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৮
- "MES founder chairman dead", The Hindu, ২০০৭-০৮-১৭, সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৮
- "MES schools' fete at Tirur", The Hindu, ২০০৭-১১-২০, সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৮
- Schools, Muslim Educational Society, সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৮
আরও পড়ুন
- "Muslim Educational Society offers formula for admissions", The Hindu, ২০০৬-০৮-০৪, সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৮
- "Contribution of MES in educating Muslims hailed", The Hindu, ২০০৭-০৭-০৩, সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৮