মুসলিম বিজ্ঞানীদের তালিকা

মুসলিম বিজ্ঞানীদের তালিকায় এমন বিজ্ঞানীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে যারা ধর্মীয় বিশ্বাসে ছিলেন মুসলমান।

জ্যোতির্বিদ

  • সিন্দ ইবন আলী (?-৮৬৪)
  • আলী কুশজী (১৪০৩-১৪৭৪)
  • আহমদ খানি (১৬৫০-১৭০৭)
  • ইব্রাহিম আল ফাজারী (?-৭৭৭)
  • মুহাম্মাদ আল ফাজারী (?-৭৯৬ বা ৮০৬)
  • আল খাওয়ারিযমী , গণিতবিদ (৭৮০-৮৫০)
  • আবু মা'শার আল-বালখী (৭৮৭-৮৮৬)
  • আল-ফারগানী (৮০০/ ৮০৫-৮৭৫)
  • বনু মুসা (৯ম শতাব্দী)
  • আবু হানিফা আল-দিনাওয়ারী (৮১৫-৮৯৬)
  • আল-মাজরিতী (মৃত্যুঃ ১০০৮ বা ১০০৭)
  • আল বাত্তানী (৮৫৮-৯২৯)
  • আল ফারাবী (৮৭২-৯৫০)
  • আব্দ আল-রহমান আল সুফী (৯০৩-৯৮৬)
  • আবু সাঈদ জুরজানী (৯ম শতাব্দী)
  • কুশয়ার ইবনে লাব্বান (৯৭১-১০২৯)
  • আবু জাফর আল-খাযিন (৯০০-৯৭১)
  • আল-মাহানী (৮ ম শতক)
  • ইবন ইউনুস (৯৫০-১০০৯)
  • হাসান ইবন আল-হাইসাম (৯৬৫-১০৪০)
  • ওমর খৈয়াম (১০৪৮-১১৩১)
  • আল মারওয়াজী (৯ ম শতাব্দী)
  • আল-নাইরিযী (865-9২২)
  • আল-সাগানী (মৃ 990)
  • আল ফারগানী (৯ ম শতাব্দী)
  • আবু নাসর মনসুর (৯৭০-১০৩৬)
  • আবু সাহল আল-কুহী (১০ ম শতাব্দী)
  • আবু মাহমুদ আল খুজান্দি (৯৪০-১০০০)
  • আবু আল-ওয়াফা আল-বুযজানী(৯৪০-৯৯৮)
  • ইবন ইউনুস (৯৫০-১০০৯)
  • আল বিরুনী (৯৭৩-১০৪৮)
  • ইবন সিনা (৯৮০-১০৩৭)
  • আবু ইসাক ইব্রাহিম আল-জারকালী (১০২৯-১০৮৭)
  • আল-খাযিনী
  • নাসির আল-দীন তুসী ( ১২০১-১২৮৭)
  • কুতুব আল-দীন আল-শিরাজী (১২৩৬-১৩১১)
  • শামস আল-দীন আল সমারকান্দি (১২৫০-১৩১০)
  • ইবনে আল শাতির (১৩৫০-১৩৭৫)
  • শামস আল-দীন আবু আব্দুল্লাহ আল- খলিযী (১৩২০-৮০)
  • জামশেদ আল-কাশি (১৩৮০-১৪২৯)
  • উলুগ বেগ (১৩৯৪-১৪৪৯)
  • তাকি আল-দিনা মুহাম্মদ ইবনে মা'রুফ (১৫২৬-১৫৮৫)
  • আহমদ নাহভান্দি (৮ ম ও ৯ ম শতাব্দী)
  • হ্যালি অ্যাবনেগেল (১০ ম এবং ১১ শতকের)
  • আবোলফাদল হারাউই (১০ শতকের)
  • মুয়ায়দুল-দীন আল-উর্দী ( ১২০০-১২৬৬ )

জীববিজ্ঞানী, নিউরোলজিস্ট ও মনোবিজ্ঞানী

রসায়নবিদ ও আলকেমিস্ট

ভূগোল ও ভূতত্ত্ববিদ

গণিতবিদ

  • মাসাতোশি গুন্ডুজ ইকদা (১৩২৬ টোকিও -২৩ আঙ্কারা)
  • কাহিট আরএফ ১৯১০ সেলানিক - ১৯৯৭ ইস্তাম্বুল
  • আলী কুশজী
  • আল হজয ইবনে ইউসুফ ইবনে মাতার
  • খালিদ খালিদ ইবনে ইয়াজীদ (কালিদ)
  • আল খারিজমি বীজগণিত এবং অ্যালগরিদম এর জনক[22][23]
  • 'আবদুল হামিদ ইবনে তুর্ক
  • আবু আল হাসান ইবনে আলী ক্বালাসদী ( ১৪১২-১৪৮২), সিম্বলিক অ্যালজেব্রা এর অগ্রদূত
  • আবু কমিল শুজা ইবনে আসলাম
  • আল-আব্বাস ইবনে সাইদ আল-জাওয়ারী
  • আল-কিন্দি
  • বনু মুসা, ৯ম শতাব্দীর
    • জাফর মুহাম্মদ ইবনে মুসা ইবনে শাকির
    • আহমাদ ইবনে মুসা ইবনে শাকির
    • আল হাসান ইবনে মুসা ইবনে শাকির
  • আল-মাহানী
  • আহমদ ইবনে ইউসুফ
  • আল-মাজারী
  • আল বাত্তানী
  • আল ফারাবী
  • আল-নায়রিজি
  • আবু জাফর আল-খাজিন
  • আবু ' এল-হাসান আল-উকিলিদিসি
  • আল-সাঘানী
  • আবু সাহল আল-কুহী
  • আবু মাহমুদ আল-খুজান্দি
  • আবু আল-ওয়াফা আল-বুজজনি
  • ইবনে সাহল
  • আল-সিজি
  • ইবনে ইউনূস
  • আবু নাসর মনসুর
  • কুশিয়র ইবনে লাব্বান
  • আল কারজী
  • হাসান ইবনে আল-হাইসাম
  • আল বিরুনী
  • ইবনে তাহির আল-বাগদাদি
  • আল-নাসাউ
  • আল-জয়য়ানি
  • আবু ইশক ইব্রাহিম আল-জারকালী
  • আল-মুআতমান ইবনে হুদ
  • ওমর খৈয়াম
  • আল-খাজনি
  • ইবনে বাজাহা
  • আল-গাজালী
  • আল-মারাকাকুশি
  • আল-সামওয়াল
  • ইবনে রুশদ * ইবনে সিনা
  • হুনাইন্ ইবনে ইসহাক
  • ইবনে আল-বান্না '
  • ইবনে আল-শাতের
  • জাফর ইবন মুহাম্মদ আবু মাশার আল-বালখী
  • জামশেদ আল-কাশি
  • কামাল আল-দীন আল ফারাসি
  • মুয়াই আল-দীন আল-মাগরিবী
  • মোয়ায়েদউদ্দীন উর্দী * মুহাম্মদ বাকির ইয়াজদি
  • নাসির আল-দিনা আল-তুসি - ১৩শ শতাব্দীর ফার্সি গণিতজ্ঞ ও দার্শনিক
  • কানী জাদ আল-রুমি
  • কুতবি আল-দীন আল-শিরাজী
  • শামস আল-দীন আল-সমারকান্দি
  • শরফ আল-দীনুল-তুসী
  • তাকি-আল-দিনা মুহাম্মদ ইবনে মা'আরফ
  • উলুগ বেগ
  • আল-সামওয়াল আল-মাগরিবি (১১৩০-১১৮০)

দার্শনিক

পদার্থবিদ

  • মীমার সিনান (১৪৮৯-১৫৮৮),
  • জাফর আল-সাদিক, ৮ম শতাব্দী
  • বনু মুসা, ৯ম শতাব্দীর
    • জাফর মুহাম্মদ ইবনে মুসা ইবনে শাকির
    • আহমাদ ইবনে মুসা ইবনে শাকির
    • আল হাসান ইবনে মুসা ইবনে শাকির
  • আব্বাস ইবনে ফিরনাস, ৯ম শতাব্দী
  • আল-সাঘানী (মৃঃ ৯৯০)
  • আবু সাহল আল-কুহী , ১০ম শতক
  • ইবনে সাহল ১০ম শতাব্দী
  • ইবনে ইউনূস, ১০ম শতাব্দীর
  • আল কারাজী, ১০ম শতাব্দীর
  • হাসান ইবনে আল-হাইসাম , ১১শ শতাব্দী ইরাকি বিজ্ঞানী, অপটিক্স এর জনক[24]পরীক্ষামূলক পদার্থবিদ্যা[25] এবং"প্রথম বিজ্ঞানী" বিবেচনা করা হয়।[26]
  • আল বিরুনী, ১১শ শতাব্দী, পরীক্ষামূলক বলবিদ্যা এ অগ্রগামী[27]
  • ইবনে সিনা,১১শ শতাব্দী
  • আল-খাজিনি, ১২শ শতাব্দী
  • ইবনে বাজাহা , ১২শ শতাব্দী
  • হিবাতুল্লাহ আবু-বারাকাত আল-বাগদাদি ,১২শ শতাব্দী
  • ইবনে রুশদ , ১২শ শতাব্দী ,আন্দালুসিয়ার গণিতজ্ঞ, দার্শনিক ও চিকিৎসা বিশেষজ্ঞ
  • আল-জাজারী, ১৩শ শতাব্দীর সিভিল ইঞ্জিনিয়ার
  • নাসির আল দীন তুসী, ১৩শ শতাব্দীর
  • কুতুব আল দীন আল-শিরাজি, ১৩শ শতাব্দীর
  • কামাল আল-দীন আল ফারাসি, ১৩শ শতাব্দীর
  • ইবনে আল-শাতের, ১৪শ শতাব্দীর
  • তাকি-আল-মুহাম্মদ ইবনে মাওরুফ, ১৭শ শতাব্দীর
  • হিজারফেন আহমেট সেলিবী, ১৭শ শতাব্দীর
  • লাগারি হাসান সেলিবী, ১৭শ শতাব্দীর
  • সাক ডিন মহোমেট, ১৮শ শতাব্দীর
  • আব্দুস সালাম, ২০ শতকের পাকিস্তানী পদার্থবিজ্ঞানী, বিজয়ী ১৯৭৯ সালে নোবেল পুরস্কার
  • ফজলুর খান, ২০ শতকের বাংলাদেশী স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার
  • মাহমুদ হেসবি, ২০ শতকের ইরানী পদার্থবিদ
  • আলী জাওয়ান, ২০ শতাব্দীর আইআর অ্যানিয়ান পদার্থবিজ্ঞানী
  • বিজে হাবিবি, ২0 তম শতাব্দীর ইন্দোনেশিয়ান মহাকাশ প্রকৌশলী ও সভাপতি
  • আব্দুল কালাম, ভারতীয় আণবিক প্রকৌশলী, পরমাণু বিজ্ঞানী এবং ভারত এর ১১ তম রাস্ট্রপতি
  • মেহরান কারদার, ইরানী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী
  • মুনির নঈফ ফিলিস্তিনি-আমেরিকান কণা পদার্থবিজ্ঞানী
  • আব্দুল কাদির খান, পাকিস্তানি ধাতববিদ এবং পারমাণবিক বিজ্ঞানী
  • রিয়াজউদ্দীন, পাকিস্তানি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী
  • সমার মুবারকামান্দ, সামার মুবারকামান্দ, গামার স্প্রেট্রোস্কোপি এবং লিনিয়ার এক্সিলারেটর এর পরীক্ষামূলক উন্নয়নের জন্য পরিচিত পাকিস্তানী পরমাণু বিজ্ঞানী
  • শহীদ হোসেন বোখারী, পাকিস্তানী গবেষক সমান্তরাল এবং বিতরিত কম্পিউটিং
  • সুলতান বাশিরউদ্দীন মাহমুদ, পাকিস্তানী পরমাণু প্রকৌশলী এবং পারমাণবিক পদার্থবিদ
  • আলি মুশারাফা, মিশরীয় পরমাণু পদার্থবিজ্ঞানী
  • সামিরা মুসা, মিশরীয় পরমাণু পদার্থবিদ
  • মুনির আহমেদ খান, পাকিস্তানী পরমাণু বিজ্ঞানী
  • কেরিম কেরিমো, সোভিয়েত স্পেস প্রোগ্রাম এর প্রতিষ্ঠাতা, প্রথম মানব স্পেসফ্লাইট ভস্টক 1 এর পিছনের একজন প্রধান স্থপতি, এবং প্রথম স্পেস স্টেশন এর প্রধান স্থপতি।[28][29]
  • ফারুক এল-বাজ, নাসা বিজ্ঞানী প্রথম চন্দ্র অবতরণ এর সাথে অ্যাপোলো প্রোগ্রাম জড়িত ছিলেন।[30]
  • কামরুন ভাফ , ইরানী তাত্ত্বিক পদার্থবিদ এবং স্ট্রিং থিওরিস্ট

ডাক্তার

  • আল-কিন্দি (৮০১-৮৭৩), ফার্মাকোলজির অগ্রদূত [31]
  • আব্বাস ইবনে ফিরনাস (৮১০-৮৮৭)
  • আলী ইবনে সাহল রাব্বান আল-তাবারী, চিকিৎসা বিশ্বকোষ এর অগ্রদূত।
  • আহমেদ ইবনে সাহল আল-বালখী
  • ইসহাক বিন আলী আল রাহবি (854-931), পিয়ার রিভিউ এবং মেডিক্যাল পিয়ার রিভিউ এর অগ্রদূত।
  • আবুল হাসান আল-তাবারী - চিকিত্সক
  • আলী ইবনে সাহল রাব্বান আল-তাবারী - চিকিত্সক
  • ইবনে আল জাজার
  • আল রাযী , একজন রসায়নবিদ
  • আলী ইবনে আব্বাস আল-মাজুসি (মৃঃ ৯৯৪), ধাত্রীবিদ্যা এবং পেরিনেটোলজি এর অগ্রদূত[32]
  • আবুল কাসিম আল জাহরাউয়ি আধুনিক সার্জারি, এবং নিউরোসার্জারি এর জনক,[5] ক্রনিটোমি,[32] হেম্যাটোলজি [33] and ডেন্টাল সার্জারি[34]
  • হাসান ইবনে আল-হাইসাম চোখের অস্ত্রোপচার ,চাক্ষুষ ব্যবস্থা[35] এবং চাক্ষুষ উপলব্ধি[36] এর অগ্রগামী।
  • আল বিরুনি
  • ইবনে সিনা (৯৮০-১০৩৭) - আধুনিক ঔষধ এর জনক,[37] ইউনানী ঔষধের প্রতিষ্ঠাতা,[33] পরীক্ষামূলক ঔষধ , প্রমাণ ভিত্তিক ঔষধ, ফার্মাসিউটিকাল বিজ্ঞান, ক্লিনিকাল ফার্মাকোলজি এর অগ্রদূত,[38] অ্যারোমাথেরাপি,[39] পলসোলজি এবং স্ফগমোলজি,[40] এবং একজন দার্শনিক।
  • আল-তামিমি (মৃঃ ৯৯০)
  • ইবনে মিসকওয়াহ
  • ইবনে জুহর (আভেনজোয়ার) - পরীক্ষামূলক সার্জারির জনক[41] এবং পরীক্ষামূলক শারীরবৃত্তীয় , পরীক্ষামূলক শারীরবৃত্তীয়, মানুষের ব্যবচ্ছেদ, অটোপস এর অগ্রদূত[42] এবং ট্র্যাচোটিমি[43]
  • ইবনে বাজাহা
  • ইবনে তুফায়েল
  • ইবনে রুশদ
  • ইবনে আল-বায়াতর
  • মেহমেট ওজ বিখ্যাত আমেরিকান-তুর্কি হার্ট সার্জন, হেলথ কর্পস প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
  • মোহাম্মদ সামির হোসেন, একজন তাত্ত্বিক [12] লেখক এবং অন্যতম মুসলমান বিজ্ঞানী[44]মৃত্যুর উদ্বেগ (মনোবিজ্ঞান) গবেষণা[12][45]
  • নাসির আল দীন তুসী
  • ইবনে নাফীস (১২১৩–১২৮৮), রিসার্চ্যুটরি ফিজিওলজি এর জনক, পরীক্ষামূলক শারীরস্থান পরিচলনের অগ্রগামী[46] এবং নাফিসিয়ান শারীরস্থান,শারীরবৃত্ত এর প্রতিষ্ঠাতা,[47] পালসোলজি এবং স্পাইগমোলজি[48]
  • কামাল আল-দীন আল ফারসি
  • ইবনে আল-খতিব (১৩১৩-১৩৭৪)
  • মনসুর ইবন ইলিয়াস
  • ফ্রেডেরিক আকবর মাহোমেদ (মৃঃ ১৮৮৪), হাইপারটেনশন এবং ক্লিনিকাল ট্রায়াল এর গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন[49]
  • সঘির আখতার - ফার্মাসিস্ট
  • সানিয়া নিশতার পাকিস্তানী কার্ডিওলোজিস্ট , লেখক ও কর্মী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে কাজ করেন।
  • টফি মুভিভান্ড
  • মুহাম্মদ বি ইউনুস, " আধুনিক ফাইব্রোমালজিয়া দর্শনের জনক"[50]
  • শেখ মুজাফফর শুকর, মহাশূন্যে জৈবপদার্থ গবেষণা এর অগ্রদূত[51][52]
  • আগা (হাকিম) মুহাম্মদ বাকির, ইউনানী ঔষধের প্রধান, প্রধান চিকিৎসক মহারাজা,কাশ্মীর[53][54]
  • হাকিম মুহাম্মদ সাঈদ - ইউনানী বিশেষজ্ঞ, লেখক।
  • হাকিম সৈয়দ জিল্লুর রহমান - ইউনানী ঔষধ বিশেষজ্ঞ লেখক এবং বনে সিনা একাডেমীর প্রতিষ্ঠাতা
  • ইব্রাহিম বি সৈয়দ - রেডিওলজিস্ট
  • সৈয়দ জিয়াউর রহমান - বিশেষজ্ঞ ফার্মাকোলজি
  • নিজাম পিয়ারওয়ানী
  • হাসনাত খান

অর্থনীতিবিদ ও সমাজ বিজ্ঞানী

রাষ্ট্রবিজ্ঞানী

তথ্যসূত্র

  1. Haque, Amber (২০০৪)। "ইসলামিক দৃষ্টিকোণ থেকে মনোবিজ্ঞান: সমসাময়িক মুসলিম বিশ্লেষকদের অবদান এবং সমসাময়িক মুসলিম আহসানুল হক-হেমাতোলজি / ওকোলজি মনোবিজ্ঞানী"। Journal of Religion and Health43 (4): 357–377 [375]। doi:10.1007/s10943-004-4302-z
  2. Saoud, R। "The Arab Contribution to the Music of the Western World" (PDF)। সংগ্রহের তারিখ ২০০৭-০১-১২
  3. Nurdeen Deuraseh and Mansor Abu Talib (2005), "ইসলামিক চিকিৎসা প্রথাগত মানসিক স্বাস্থ্য", "দ্য ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নাল 4 (2), p. 76-79.
  4. Haque, Amber (২০০৪)। "Psychology from Islamic Perspective: Contributions of Early Muslim Scholars and Challenges to Contemporary Muslim Psychologists"। Journal of Religion and Health43 (4): 357–377।
  5. Martin-Araguz, A.; Bustamante-Martinez, C.; Fernandez-Armayor, Ajo V.; Moreno-Martinez, J. M. (২০০২)। "আল-আন্দালাসে স্নায়ুবিজ্ঞান এবং মধ্যযুগীয় স্কলাস্টিক ঔষধের উপর তার প্রভাব"। Revista de neurología34 (9): 877–892।
  6. ওমর খালেফা (সামার 1999)।"Who Is the Founder of Psychophysics and Experimental Psychology?", American Journal of Islamic Social Sciences 16 (2).
  7. Muhammad Iqbal, The Reconstruction of Religious Thought in Islam, "The Spirit of Muslim Culture"
  8. S Safavi-Abbasi, LBC Brasiliense, RK Workman (2007), "The fate of medical knowledge and the neurosciences during the time of Genghis Khan and the Mongolian Empire", Neurosurgical Focus 23 (1), E13, p. 3.
  9. Nasr, Seyyed Hossein; Oliver Leaman (১৯৯৬)। History of Islamic Philosophy। Routledge। পৃষ্ঠা 315 & 1022–1023। আইএসবিএন 0-415-13159-6।
  10. G. A. Russell (1994), The 'Arabick' Interest of the Natural Philosophers in Seventeenth-Century England, pp. 224-262, Brill Publishers, আইএসবিএন ৯০-০৪-০৯৪৫৯-৮.
  11. Siddique, Md. Zakaria (২০০৯)। Death Studies33 (2)। doi:10.1080/07481180802602824 |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  12. Theories on Death and Dying, Lines-2,3, in Additional Lifespan Development Topics, page-4, McGraw-Hill Companies, Inc., Retrieved from http://glencoe.mcgraw-hill.com/sites/dl/free/0078883601/680442/Additional_Lifespan_Development_Topics.pdf
  13. John Warren (2005). "War and the Cultural Heritage of Iraq: a sadly mismanaged affair", Third World Quarterly, Volume 26, Issue 4 & 5, p. 815-830.
  14. Dr. A. Zahoor (1997). JABIR IBN HAIYAN (Geber) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুন ২০০৮ তারিখে. University of Indonesia.
  15. Paul Vallely. How Islamic inventors changed the world ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখে, The Independent
  16. রসায়নে সকল নোবেল বিজয়ী
  17. [http://www.britannica.com/eb/article-9051339 Mas'udi, al-." Encyclopædia Britannica, 2006.
  18. L. Gari (2002), "Arabic Treatises on Environmental Pollution up to the End of the Thirteenth Century", Environment and History 8 (4), pp. 475-488.
  19. Akbar S. Ahmed (1984). "Al-Beruni: The First Anthropologist", RAIN 60, p. 9-10.
  20. H. Mowlana (2001). "Information in the Arab World", Cooperation South Journal 1.
  21. Mohamad Abdalla (Summer 2007). "Ibn Khaldun on the Fate of Islamic Science after the 11th Century", Islam & Science 5 (1), p. 61-70.
  22. Solomon Gandz (1936), "The sources of al-Khwarizmi's algebra", Osiris I, p. 263–277."
  23. Serish Nanisetti, Father of algorithms and algebra, The Hindu, June 23, 2006.
  24. Dr. Mahmoud Al Deek. "Ibn Al-Haitham: Master of Optics, Mathematics, Physics and Medicine", Al Shindagah, November–December 2004.
  25. Rüdiger Thiele (2005). "In Memoriam: Matthias Schramm", Arabic Sciences and Philosophy 15, p. 329–331. Cambridge University Press.
  26. Al-Khalili, Jim (২০০৯-০১-০৪)। "BBC News"। BBC News। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১১
  27. Mariam Rozhanskaya and I. S. Levinova (1996), "Statics", in Roshdi Rashed, ed., Encyclopedia of the History of Arabic Science, Vol. 2, p. 614-642 [642], Routledge, London and New York.
  28. Peter Bond, Obituary: Lt-Gen Kerim Kerimov আর্কাইভইজে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০০৮ তারিখে, The Independent, 7 April 2003.
  29. Betty Blair (1995), "Behind Soviet Aeronauts", Azerbaijan International 3 (3).
  30. Farouk El-Baz: With Apollo to the Moon ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে, IslamOnline interview
  31. Felix Klein-Frank (2001), Al-Kindi, in Oliver Leaman and Hossein Nasr, History of Islamic Philosophy, p. 172. Routledge, London.
  32. Ezzat Abouleish, "Contributions Of Islam To Medicine", in Shahid Athar (1993), Islamic Perspectives in Medicine, Edinburgh University Press, Edinburgh.
  33. Patricia Skinner (2001), Unani-tibbi আর্কাইভইজে আর্কাইভকৃত ২৯ জুন ২০১২ তারিখে, Encyclopedia of Alternative Medicine
  34. Henry W. Noble, PhD (2002), Tooth transplantation: a controversial story ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুলাই ২০১১ তারিখে, History of Dentistry Research Group, Scottish Society for the History of Medicine.
  35. Bashar Saad, Hassan Azaizeh, Omar Said (October 2005). "Tradition and Perspectives of Arab Herbal Medicine: A Review", Evidence-based Complementary and Alternative Medicine 2 (4), p. 475-479 [476]. Oxford University Press.
  36. Bradley Steffens (2006). Ibn al-Haytham: First Scientist, Chapter 5. Morgan Reynolds Publishing. আইএসবিএন ১-৫৯৯৩৫-০২৪-৬.
  37. Cas Lek, Cesk (১৯৮০)। "The father of medicine, Avicenna, in our science and culture: Abu Ali ibn Sina (980-1037)"। Becka J.119 (1): 17–23।
  38. Tschanz, David W. (২০০৩)। "Arab Roots of European Medicine"। Heart Views4: 2।
  39. Marlene Ericksen (2000). Healing with Aromatherapy, p. 9. McGraw-Hill Professional. আইএসবিএন ০-৬৫৮-০০৩৮২-৮.
  40. Hajar, Rachel (১৯৯৯)। "The Greco-Islamic Pulse"। Heart Views1 (4): 136–140 [138–140]।
  41. Abdel-Halim, Rabie E. (২০০৬)। "Contributions of Muhadhdhab Al-Deen Al-Baghdadi to the progress of medicine and urology"। Saudi Medical Journal27 (11): 1631–1641।
  42. Islamic medicine, Hutchinson Encyclopedia.
  43. A. I. Makki. "Needles & Pins", AlShindagah 68, January-February 2006.
  44. Md Zakaria Siddique, Reviewing the Phenomenon of Death—A Scientific Effort from the Islamic World, page-1, Death Studies, 2009. Retrieved from http://www.tandfonline.com/doi/abs/10.1080/07481180802602824?journalCode=udst20#.Ux1bGKw-bBI
  45. Karen Meyers, Robert N. Golden, Fred Peterson. Infobase Publishing, 2009, 106 page. Retrieved from https://books.google.com/books?id=V-wan_XhkzcC&pg=PA106&lpg=PA106&dq=Mohammad+Samir+Hossain
  46. Reflections, Chairman's (২০০৪)। "Traditional Medicine Among Gulf Arabs, Part II: Blood-letting"। Heart Views5 (2): 74–85 [80]।
  47. Nahyan A. G. Fancy (2006), "Pulmonary Transit and Bodily Resurrection: The Interaction of Medicine, Philosophy and Religion in the Works of Ibn al-Nafīs (died 1288)", pp. 3 & 6, Electronic Theses and Dissertations, University of Notre Dame.
  48. Nahyan A. G. Fancy (2006), "Pulmonary Transit and Bodily Resurrection: The Interaction of Medicine, Philosophy and Religion in the Works of Ibn al-Nafīs (died 1288)", pp. 224-228, Electronic Theses and Dissertations, University of Notre Dame.
  49. O'Rourke, Michael F. (১৯৯২)। "Frederick Akbar Mahomed"HypertensionAmerican Heart Association19 (2): 212–217 [212]। doi:10.1161/01.hyp.19.2.212। PMID 1737655পিএমসি 2308176.
  50. Winfield, John B. (২০০৭)। "Fibromyalgia and Related Central Sensitivity Syndromes: Twenty-five Years of Progress"Seminars in Arthritis and Rheumatism36 (6): 335–338। doi:10.1016/j.semarthrit.2006.12.001। PMID 17303220
  51. theStar (২০০৭)। "Tapping into space research"। TheStar। অক্টোবর ১১, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২২, ২০০৭
  52. theStar (2007)। "Mission in space"। TheStar। 2007-10-12 তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ October 2007 13 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  53. Franz Rosenthal (1950). "Al-Asturlabi and as-Samaw'al on Scientific Progress", Osiris 9, p. 555–564 [559].
  54. Zafarul-Islam Khan, At The Threshold Of A New Millennium – II, The Milli Gazette.
  55. Akbar Ahmed (2002). "Ibn Khaldun’s Understanding of Civilizations and the Dilemmas of Islam and the West Today", Middle East Journal 56 (1), p. 25.
  56. Mahbub ul Haq (1995), Reflections on Human Development, Oxford University Press, আইএসবিএন ০-১৯-৫১০১৯৩-৬.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.