মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজধানীর মুগদা থানায় অবস্থিত, দেশে সম্প্রতি চালু হওয়া সরকারি মেডিকেল কলেজগুলোর অন্যতম। এটি রাজধানী ঢাকায় অবস্থিত চতুর্থ সরকারি মেডিকেল কলেজ।[1][2]

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ধরনসরকারি
অধ্যক্ষডাঃ শাহ গোলাম নবী
শিক্ষার্থী২১৫
অবস্থান
মুগদা, ঢাকা
,
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামমুমেক
অধিভুক্তিঢাকা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttp://mumc.gov.bd

বিবরণ

এটি ৫০০ সজ্জা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতাল নামেও পরিচিত। যার নির্মাণকাজ শুরু হয় ২০০৬ সালে এবং হাসপাতালটি উদ্বোধন করা হয় জুলাই, ২০১৩ সালে। ২০১৪ সালের শুরুর দিকে রোগী ভর্তি শুরু হয়। হাসপাতাল ভবনটি ১৩ তলা বিশিষ্ট। ২০১৫ সালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিকে মেডিকেল কলেজ ঘোষণা করেন। কলেজের কাজ শুরু হয় ২০১৫ সালের জানুয়ারী মাসে। ২০১৬ সালে প্রতিষ্ঠানটিতে প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে কলেজটিতে দ্বিতীয় ব্যাচের শিক্ষাদান চলছে। কলেজের শিক্ষার্থীদের নিজস্ব সমাজকল্যাণ সংগঠন, সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক সংগঠন রয়েছে। বিভিন্ন জাতীয় দিবসে কলেজটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।[3][4]

কলেজ ভবন

২০১৫ সালে কলেজটি বাংলাদেশের ৩০ তম এবং রাজধানী ঢাকার ৪র্থ সরকারি মেডিকেল হিসেবে যাত্রা শুরু করে। ২০১৬ সালের জানুয়ারী মাসের ১০ তারিখ থেকে ১ম ব্যাচের নিয়মিত এমবিবিএস কোর্সের ক্লাস শুরু হয়। সরকারি ভাবে পরিচালিত মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রতি বছর ৫০ জন ছাত্রছাত্রী এম.বি.বি.এস কোর্সে ভর্তি নেওয়া হয়। কলেজ ভবনের অধীনে রয়েছে- মাল্টিমিডিয়া ও অন্যান্য আধুনিক সুযোগ সুবিধাসহ ২টি লেকচার গ্যালারী, ১টি পাঠাগার, কনফারেন্স রুম, ছাত্রছাত্রীদের জন্য একটি কমনরুম যাতে রয়েছে বিভিন্ন খেলাধুলার সুবিধা ও সরঞ্জাম এবং বিভাগভিত্তিক বিভিন্ন গবেষণাগার, ডিসেকশন রুম, ব্যবহারিক কক্ষ, টিউটোরিয়াল রুম প্রভৃতি।[5]

পাঠাগার

শিক্ষার্থীদের জন্য ভবনের চতুর্থ তলায় এম.বি.বি.এস ও স্নাতকোত্তর স্তরের বিভিন্ন বিষয়ের ও বিভিন্ন লেখকের সাম্প্রতিক সংস্করণের বইসমৃদ্ধ একটি পাঠাগার রয়েছে যাতে একত্রে পঞ্চাশ জন বসার সুবিধা বিদ্যমান।

হাসপাতাল ভবন

হাসপাতাল ভবনটি ৫০০ সজ্জা এবং ১৩ তলা বিশিষ্ট এবং প্রতিটি তলা প্রায় ৪৫০০০ বর্গ ফুট আয়তন নিয়ে নির্মিত। রোগীদের চলাচলের জন্য পর্যাপ্ত সংখ্যক লিফটের ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবার সুবিধা বিদ্যমান। হাসপাতালটির তলাভিত্তিক বিবরণ :

তলাপূর্ব পাশপশ্চিম পাশ
নীচ তলাএম.আর.আই, সিটি স্ক্যান ও গ্যারেজগ্যারেজ
২য় তলাআউটডোররেডিওলজি, প্যাথলজি
৩য় তলাআউটডোররেডিওলজি, হ্যামাটোলজি
৪র্থ তলাসংরক্ষিত ওয়ার্ডপ্রশাসনিক ব্লক
৫ম তলাকার্ডিওলজি, CCUগাইনি ও অবস
৬ষ্ঠ তলাঅপারেশনন থিয়েটার, ক্যাথল্যাব, আইসিইউ, সিসিইউ, এনেস্থেসিয়া, পোস্ট অপারেটিভ
৭ম তলাজেনারেল সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজিঅর্থোপেডিক্স, ই.এন.টি. চক্ষু
৮ম তলাসংরক্ষিতশিশু ও অটিজম সেন্টার
৯ম তলামেডিসিন ওয়ার্ডগ্যাস্ট্রোএন্টেরোলজি, নেফ্রোলজি ও ডায়ালাইসিস, রেসপিরেটরি মেডিসিন, ইউরোলজী, ডারমাটোলজী
১০ তলাভিআইপি কেবিনকেবিন
১১ তলাকেবিনকেবিন
১২ তলাকেবিনকেবিন
১৩ তলাকেবিনকেবিন

তথ্যসূত্র

  1. "MUGDA MEDICAL COLLEGE – MUMC" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮
  2. "সরকারি হাসপাতালগুলোর তালিকা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ জুলাই ২০১৯। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯
  3. "মুগদা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্স চালু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮
  4. BanglaNews24.com। "রোগীর অপেক্ষায় মুগদা হাসপাতাল"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮
  5. "মুগদা হাসপাতালে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.