মুক্তাগাছার মন্ডা

মুক্তাগাছার মন্ডা বাংলাদেশের মুক্তাগাছা উপজেলার একটি বিখ্যাত মিষ্টি। রাম গোপাল পাল[1][2] ১৮২৪ সালে এই মিষ্টি প্রথম তৈরি করেন।[3]

মুক্তাগাছার মন্ডা
মুক্তাগাছার মন্ডা
প্রকারমিষ্টি
উৎপত্তিস্থল বাংলাদেশ
প্রধান উপকরণচিনি, দুধ
ভিন্নতাগুড়ের মন্ডা
রন্ধনপ্রণালী: মুক্তাগাছার মন্ডা  মিডিয়া: মুক্তাগাছার মন্ডা

ইতিহাস

রাম গোপাল এই মিষ্টি তৈরি করে মুক্তাগাছার বড় জমিদারদের মধ্যে একজন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর নিকট পেশ করেন। বর্তমানে শ্রী রামেন্দ্রনাথ পাল ভ্রাতৃদ্বয় ব্যবসা চালান। তারা গোপাল পাল পরিবারের পঞ্চম বংশধর। রামেন্দ্রনাথ বলেন জমিদার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতেন।সেখানে আগত অতিথিদের মন্ডা দিয়েই আপ্যায়ন করা হতো।

তথ্যসূত্র

  1. "Sweetmeat Monda: A rich tradition"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১২-০৭-০৮। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১৯
  2. "Six sweetmeats which branding Bangladesh"daily-sun.com। দ্য ডেইলি সান। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১৯
  3. "মুক্তাগাছার মণ্ডা: আসল কোনটা?"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.