মাহবুব উদ্দিন খোকন
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন (জন্ম: ১২ জানুয়ারি ১৯৫৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং নোয়াখালী -১ আসনের প্রাক্তন সংসদ সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। [1][2]
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন | |
---|---|
![]() | |
নোয়াখালী-১ আসন থেকে জাতীয় সংসদ-এর প্রাক্তন সদস্য | |
কাজের মেয়াদ ২০০৯ – ২০১৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নোয়াখালী জেলা ![]() | ১২ জানুয়ারি ১৯৫৬
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
কর্মজীবন
মাহবুব উদ্দিন খোকন ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নোয়াখালী-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবীও। [3] তিনি ঢাকায় অবস্থিত আইন সংস্থা 'মাহবুব অ্যান্ড কোম্পানির' প্রতিষ্ঠাতা ও প্রধান। [4]
গুলিবিদ্ধ
১৫ ডিসেম্বর ২০১৮ এ, আসন্ন সাধারণ নির্বাচনের নির্বাচনী প্রচার চলাকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে সোনাইমুড়ি পুলিশ গুলি চালালে ছয়টি গুলিতে তিনি আহত হন। [5]
তথ্যসূত্র
- "Constituency 268"। parliament.gov.bd। Jatiya Sangsad, Government of Bangladesh।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "AG's comment on Hawa Bhaban illegal, arbitrary, and politically motivated"। The Daily Star।
- "About Us"। Mahbub & Company।
- "Election campaign"। Dhaka Tribune।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.