মাহবুব আলি খান, ষষ্ঠ আসাফ জাহ
ষষ্ঠ আসাফ জাহ মীর মাহবুব আলি খান সিদ্দিকি (উর্দু: آصف جاہ ششم میر محبوب علی خان صدیقی) (১৭ আগস্ট ১৮৬৬ – ২৯ আগস্ট ১৯১১) ছিলেন হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম। তিনি ১৮৬৯ থেকে ১৯১১ সাল পর্যন্ত হায়দ্রাবাদ শাসন করেছেন।
মীর মাহমুব আলি খান మీర్ మహబూబ్ ఆలీ ఖాన్ | |
---|---|
ষষ্ঠ আসাফ জাহ | |
![]() | |
রাজত্বকাল | ১৮৬৯–১৯১১ |
জন্ম | ১৭ আগস্ট ১৮৬৬ |
জন্মস্থান | পুরানি হাভেলি, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ রাজ্য, ব্রিটিশ ভারত (বর্তমান তেলেঙ্গানা, ভারত) |
মৃত্যু | ২৯ আগস্ট ১৯১১ (৪৫ বছর) |
মৃত্যুস্থান | ফালাকনুমা প্রাসাদ, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ রাজ্য, ব্রিটিশ ভারত (বর্তমান তেলেঙ্গানা, ভারত) |
সমাধিস্থল | মক্কা মসজিদ, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ রাজ্য, ব্রিটিশ ভারত (বর্তমান তেলেঙ্গানা, ভারত) |
পূর্বসূরি | আফজালউদ্দৌলা, পঞ্চম আসাফ জাহ |
উত্তরসূরি | উসমান আলি খান, সপ্তম আসাফ জাহ |
দাম্পত্যসঙ্গী | আমাত উজ-জাহরা বেগম |
রাজবংশ | আসাফ জাহি রাজবংশ |
পিতা | আফজালউদ্দৌলা, পঞ্চম আসাফ জাহ |
প্রারম্ভিক জীবন


মীর মাহবুব আলি খান ১৮৬৬ সালের ১৭ আগস্ট হায়দ্রবাদের পুরানি হাভেলিতে জন্মগ্রহণ করেন। তিনি আফজালউদ্দৌলার একমাত্র পুত্র সন্তান ছিলেন।
জীবনী
মাহবুব আলি খানের দুই বছর বয়সে তার পিতা মারা যান। এরপর তিনি ১৮৬৯ সালে ষষ্ঠ নিজাম হন। প্রথম সালার জং তাকে নিজামের পদে বসান। এসময় নবাব রশিদউদ্দিন খান তৃতীয় শামসুল উমরা নিজামের অভিভাবক হন। ১৮৮১ সালের ১২ ডিসেম্বর শামসুল উমরা মারা যাওয়ার পর সালার জং একমাত্র অভিভাবকের দায়িত্ব পান। ১৮৮৩ সালের ৮ ফেব্রুয়ারি মৃত্যুর আগ পর্যন্ত তিনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন।[1] মাহবুব আলি খান গৃহশিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশোনা করেছেন। ক্যাপ্টেন জন ক্লার্ককে তার গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এছাড়াও আরবি, ফার্সি ও উর্দু পন্ডিতদের কাছেও তিনি শিক্ষালাভ করেছেন।
মাহবুব আলি খান শাসক হিসেবে সম্মানিত ছিলেন। তাকে মাহবুব আলি পাশা বলে ডাকা হত। আরাস্তু ইয়ার জং উপাধিপ্রাপ্ত ড. আবদুল হুসাইন ছিলেন মাহবুব আলি খানের চিকিৎসক।
জীবনধরণ
মাহবুব আলি খান বিলাসবহুল জীবনাচরণের জন্য পরিচিত ছিলেন। পোষাক ও গাড়ির প্রতি তার আকর্ষণ ছিল। তৎকালীন সময়ে তার পোশাক সংগ্রহ ছিল সবচেয়ে সমৃদ্ধ। এসবের মধ্যে ছিল শেরওয়ানি, শার্ট, কো, কলার, মোজা, জুতা, পাগড়ি, লাঠি, সুগন্ধি। তিনি জ্যাকব ডায়মন্ড ক্রয় করেছিলেন। এটি নিজামের রত্নের মধ্যে অন্যতম ছিল। বর্তমানে তা ভারত সরকারের মালিকানায় রয়েছে।
সম্মাননা
(রিবন বার)
ব্রিটিশ সম্মাননা
- এম্প্রেস অফ ইন্ডিয়া গোল্ড মেডেল, ১৮৭৭
- নাইট গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া (জিসিএসআই), ১৮৮৪
- নাইট গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ দ্য বাথ (জিসিবি), ১৯০২
- দিল্লি দরবার গোল্ড মেডেল, ১৯০৩
বিদেশি সম্মাননা
গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ দ্য রেড ঈগল, ১৯১১
আরও দেখুন
- হায়দ্রাবাদ রাজ্য
- নিজাম
আরও পড়ুন
- "Nizam of Hyderabad Dead", New York Times, August 30, 1911
- Lynton, Harriet Ronken; Rajan, Mohini (১৯৭৪)। The Days of the Beloved (ইংরেজি ভাষায়)। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস। আইএসবিএন 0-520-02442-7।
- Edward Balfour (১৮৮৫)। The cyclopædia of India and of Eastern and Southern Asia (ইংরেজি ভাষায়)। B. Quaritch।
বহিঃসংযোগ
মাহবুব আলি খান, ষষ্ঠ আসাফ জাহ আসাফ জাহি রাজবংশ | ||
পূর্বসূরী আফজালউদ্দৌলা, পঞ্চম আসাফ জাহ |
হায়দ্রাবাদের নিজাম ১৮৬৯–১৯১১ |
উত্তরসূরী উসমান আলি খান, সপ্তম আসাফ জাহ |