মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ মানিকগঞ্জ সদর উপজেলা,মানিকগঞ্জ, ঢাকার একটি সরকারি মালিকানাধীন উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান [2][3] এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালে। [4]

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৭২
অধ্যক্ষমুহাম্মদ নিয়ামত উল্লাহ হাওলাদার [1]
অবস্থান
মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ
,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামমা.স.ম.ক
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটmanikgonjmohilacollege.edu.bd

ইতিহাস

১৯৭২ সালে কলেজটির যাত্রা শুরু করে ডিগ্রী ও ১৯৯২ সালে এইচএসসি পর্যায় শুরু হয় । এবং ২০১১ সালে কলেজ শুরু অনার্স পর্যায়ের শিক্ষা প্রদান । এই কলেজি সরকারি করণ করা হয় ১৯৮৫ সালে । [4]

ক্যাম্পাস

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ ৫.৩৮ একর জমির উপর দাঁড়িয়েছে।

লাইব্রেরি

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের লাইব্রেরিতে প্রায় ৭,০০০ বই রয়েছে। [4]

শিক্ষক মন্ডলী

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ নিয়ামত উল্লাহ হাওলাদার এবং ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক মোঃ মিজানুর রহমান চৌধুরী। [4]

অনুষদ এবং বিভাগ

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে শুধুমাত্র কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে । এই অনুষদ রয়েছে পাঁচটি বিভাগ ।

  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগের
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
  • দর্শন বিভাগ
  • সামাজিক বিজ্ঞান বিভাগ [4]
ডিগ্রী (পাস) কোর্স
  • বি. এ. (পাস) [4]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  2. "Manikgonj govt mohila college"infomap24.com। ১৪ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮
  3. "Manikganj Mohila College"moumachi.com
  4. "MANIKGANJ MAHILA COLLEGE - 5802"nubd.info

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.