মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ
মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ মানিকগঞ্জ সদর উপজেলা,মানিকগঞ্জ, ঢাকার একটি সরকারি মালিকানাধীন উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান [2][3] এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালে। [4]
![]() | |
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৭২ |
অধ্যক্ষ | মুহাম্মদ নিয়ামত উল্লাহ হাওলাদার [1] |
অবস্থান | মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ , |
শিক্ষাঙ্গন | শহর |
সংক্ষিপ্ত নাম | মা.স.ম.ক |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | manikgonjmohilacollege |
ইতিহাস
১৯৭২ সালে কলেজটির যাত্রা শুরু করে ডিগ্রী ও ১৯৯২ সালে এইচএসসি পর্যায় শুরু হয় । এবং ২০১১ সালে কলেজ শুরু অনার্স পর্যায়ের শিক্ষা প্রদান । এই কলেজি সরকারি করণ করা হয় ১৯৮৫ সালে । [4]
ক্যাম্পাস
মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ ৫.৩৮ একর জমির উপর দাঁড়িয়েছে।
লাইব্রেরি
মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের লাইব্রেরিতে প্রায় ৭,০০০ বই রয়েছে। [4]
শিক্ষক মন্ডলী
মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ নিয়ামত উল্লাহ হাওলাদার এবং ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক মোঃ মিজানুর রহমান চৌধুরী। [4]
অনুষদ এবং বিভাগ
মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে শুধুমাত্র কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে । এই অনুষদ রয়েছে পাঁচটি বিভাগ ।
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগের
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
- দর্শন বিভাগ
- সামাজিক বিজ্ঞান বিভাগ [4]
- ডিগ্রী (পাস) কোর্স
- বি. এ. (পাস) [4]
আরও দেখুন
তথ্যসূত্র
- মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- "Manikgonj govt mohila college"। infomap24.com। ১৪ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮।
- "Manikganj Mohila College"। moumachi.com।
- "MANIKGANJ MAHILA COLLEGE - 5802"। nubd.info।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.