মানবদেহের অণ্ডথলি
অণ্ডথলি (ইং: স্ক্রোটাম) হচ্ছে মানব দেহে পুরুষাঙ্গের গোড়ায় দুই উরূর মধ্য বরাবর ঝুলন্ত থলে জাতীয় উপাঙ্গ যা অণ্ডকোষ ধারণ করে। এটি পুং জননতন্ত্রের একটি অংশ।
অণ্ডথলি | |
---|---|
![]() বামে পুরুষ মানষের ঝুলে থাকা অণ্ডথলি, ডানে সংকুচিত অণ্ডথলি। | |
বিস্তারিত | |
অগ্রদূত | labioscrotal folds |
ধমনী | Anterior scrotal artery & Posterior scrotal artery |
শিরা | Testicular vein |
স্নায়ু | Posterior scrotal nerves, Anterior scrotal nerves, genital branch of genitofemoral nerve, perineal branches of posterior femoral cutaneous nerve |
লসিকা | Superficial inguinal lymph nodes |
শনাক্তকারী | |
লাতিন | Scrotum |
MeSH | A05.360.444.661 |
দোরল্যান্ড /এলসভিয়ার | 12726162 |
টিএ | A09.4.03.001 |
এফএমএ | FMA:18252 |
শারীরস্থান পরিভাষা |
অণ্ডথলির বর্হভাগ ত্বকে আবৃত। ত্বক কোঁচকানো। ত্বকের ওপর রোম থাকে। ত্বকের নিচে পাঁচ ধরনের পেশীস্তর ক্রমান্বয়ে বিন্যস্ত থাকে। সবকটি স্তর মিলিত হয়ে যে ব্যাবধায়ক নির্মাণ করে সেটি অণ্ডধলির গহ্বরকে দুই ভাগে ভাগ করে। প্রত্যেক ভাগ একটি করে শুক্রাশয় ও তার এপিডিডাইমিস এবং শুক্রাণুর কিছু অংশ ধারণ করে। এটি শুক্রাণু উৎপন্নের অণুকূল তাপমাত্রা রক্ষা করে। এছাড়া শুক্রাশয়কে চাপজনিত ক্ষতি থেকে রক্ষা করে। চাপের মুখে শুক্রাশয় থলির ভেতর সহজেই পিছলে যেতে পারে।
- উচ্চমাধ্যমিক জীব বিজ্ঞান ২য় পত্র- গাজী আজমল স্যার
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.