মাদুরা দ্বীপ
মাদুরা হল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ-এর উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপটির মোট আয়তন হল ৪,০৭৮.৬৭ বর্গকিলোমিটার (১,৫৭৪.৭৮ মা২) (প্রশাসনীক ভাবে আয়তন ৫১৬৮ কিমি²। এই দ্বীপের পূর্বের এবং উত্তরের কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত)। মাদুরা পূর্ব জাভা রাজ্যের একটি প্রশাসনীক অঞ্চল। এই দ্বীপটি জাভা দ্বীপ থেকে পৃথক রয়েছে মাদুরা প্রণালী দ্বারা। এই দ্বীপের প্রশাসনীক অঞ্চলে জনঘনত্ব ৭০২ জন/কিমি² আর দ্বীপটির জনঘনত্ব হল (৩৬,৪০,০০০ জন , ২০১২ সালে) ৮১৭ জন/বর্গকিমি ।
![]() মাদুরার ভূসংস্থান (উপরে) পূর্ব জাভাতে মাদুরার অবস্থান (নীচে) | |
![]() | |
ভূগোল | |
---|---|
অবস্থান | দক্ষিণ-পূর্ব এশিয়া |
স্থানাঙ্ক | ৭°০′ দক্ষিণ ১১৩°২০′ পূর্ব |
দ্বীপপুঞ্জ | বৃহত্ত সুন্দা দ্বীপপুঞ্জ |
মোট দ্বীপের সংখ্যা | ১২৭ |
প্রধান দ্বীপসমূহ | মাদুরা, কানগেইন |
আয়তন | ৪,০৭৮.৬৭ বর্গকিলোমিটার (১,৫৭৪.৭৮ বর্গমাইল) |
সর্বোচ্চ উচ্চতা | ৪৭১ মিটার (১,৫৪৫ ফুট) |
সর্বোচ্চ বিন্দু | গুনুং তেম্বুকু |
প্রশাসন | |
ইন্দোনেশিয়া | |
প্রদেশ | পূর্ব জাভা |
বৃহত্তর বসতি | ব্যাংকালান নগর (জনসংখ্যা ৯৪,৭২৯) |
জনপরিসংখ্যান | |
জনসংখ্যা | ৩৭,২৪,৫৪৫ (২০১৪ আদমশুমারি) |
জনঘনত্ব | ৭২০.৯ /বর্গ কিমি (১,৮৬৭.১ /বর্গ মাইল) |
জাতিগত গোষ্ঠীসমূহ | মাদুরী |
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.