মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়

মাদামা বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত একটি বিদ্যালয়।

মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়
অবস্থান
মাদাম বিবির হাট, ভাটিয়ারী, সীতাকুন্ড উপজেলা
বাংলাদেশ
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯০৫
বিদ্যালয় জেলাচট্টগ্রাম
বিদ্যালয় কোড৩৪৬১
প্রধান শিক্ষকমোহাম্মদ আবূ ইঊসুফ ফারুকী
অনুষদ
  • বিজ্ঞান
  • মানবিক
  • বাণিজ্য
শিক্ষকমণ্ডলী২৫
শ্রেণী৬-১০
লিঙ্গছেলে ও মেয়ে
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ১২০০
রঙ     সাদা
ওয়েবসাইটmbhshs.eib.edu.bd
বর্ষবরণ উৎসব

অবস্থান

এটি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার অর্ন্তগত ভাটিয়ারীর এলাকায় মাদাম বিবির হাটে অবস্থিত।

ইতিহাস

১৯০৫ সালে ‍মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।[1] প্রতিষ্ঠাকালীন সময়ে এটি মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে ১৯৮২ সালে এটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৮৫ সালে বিদ্যালয়টিকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে উন্নীত করা হয়।[2][3]

বিদ্যালয় ভবন

বিদ্যালয়ে একটি ৩ তলা বিশিষ্ট ভবন রয়েছে যার প্রতি তলায় ৩টি করে কক্ষ রয়েছে। ভবনের নিচ তলায় প্রধান শিক্ষক ও অফিস কক্ষ এবং পশ্চিম পাশে একটি গ্রন্থাগার রয়েছে। ২য় এবং ৩য় তলায় রয়েছে পাঠদানের জন্য শ্রেণীকক্ষ। বিদ্যালয়ে আরও একটি ২ তলা ভবন রয়েছে যার উভয় তলায় ৪টি করে কক্ষ আছে। উক্ত ভবনের নিচতলায় একটি শিক্ষক মিলনায়তন এবং একটি কম্পিউটার ল্যাব ও দুটি পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান ল্যাব রয়েছে। ২য় তলার সবগুলো কক্ষই শ্রেণিকক্ষ । বিদ্যালয়ের পূর্ব পাশে আরো একটি একতলা বিশিষ্ট ভবন রয়েছে যার সবগুলো কক্ষই শ্রেণীকক্ষ।

বিভাগ সমূহ

বর্তমানে এই বিদ্যালয়ে তিনটি বিভাগে পাঠদান কার্যক্রমের ব্যবস্থা রয়েছে:

  1. বিজ্ঞান বিভাগ
  2. ব্যবসায় শিক্ষা বিভাগ
  3. মানবিক বিভাগ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. শিমুল কুমার চৌধুরী (জানুয়ারি ২০০৩)। "সীতাকুন্ড উপজেলা"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]] (বাংলা ভাষায়)। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। ২৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল , ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য); ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  2. "মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়"sitakunda.chittagong.gov.bdবাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ এপ্রিল ১৭, ২০১৫
  3. "মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়"http://www.mbhshs.eib.edu.bd/। mbhshs.eib.edu.bd। ১ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৭, ২০১৫ |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.