মাতলা সেতু
মাতলা সেতু হল পশ্চিমবঙ্গের মাতলা নদীর উপর নির্মিত একটি সেতু। ক্যানিং মহকুমার ক্যানিং শহরে মাতলা নদীর উপর ৬৪৪ মিটার (২,১১৩ ফু) দীর্ঘ সেতুটি উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২০১১ সালের জানুায়ারি মাসে।এটিই মাতলা সেতু নামে পরিচিত। এই সেতু ক্যানিং বাসন্ততীকে যুক্ত করেছে। [1][2] সেতুটি অবস্থান করছে ২২°১৮′২০″ উত্তর ৮৮°৪০′৪৬″ পূর্ব।
মাতলা সেতু | |
---|---|
![]() ক্যানিং শহরের কাছে মাতলা নদীর উপর মাতলা সেতু | |
স্থানাঙ্ক | ২২°১৮′২৫″ উত্তর ৮৮°৪০′৪০″ পূর্ব |
বহন করে | দুটি পথ, প্রতি পথে একটি সবরকম যানবাহন চলাচলের উপযোগী লেন |
অতিক্রম করে | মাতলা নদী |
স্থান | ক্যানিং, পশ্চিমবঙ্গ |
অফিসিয়াল নাম | মাতলা সেতু |
এর নামে নামকরণ | মাতলা নদী |
বৈশিষ্ট্য | |
মোট দৈর্ঘ্য | ৬৪৪ মিটার (২,১১৩ ফু) |
প্রস্থ | ১২ মিটার (৩৯ ফু) |
ইতিহাস | |
নির্মাণ শেষ | ২০১১ |
চালু | ২০১১ |
বন্ধ | না |
পরিসংখ্যান | |
টোল | না |

দূরে দেখা যাচ্ছে মাতলা নদীর উপর মাতলা সেতু
গুরুত্ব
সেতুটি সরাসরি পর্যটনকেন্দ্র ঝাড়খালির সাথে সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংকে যুক্ত করছে। এই সেতু নির্মানের ফলে সড়কপথে সুন্দরবন এলাকার মানুষ সহজেই কলকাতা ও শহরতলি এলাকায় চলাচল করতে পারছেন। পর্যটকেরা দ্রুত সুন্দরবনে আসতে পারছেন। ফলে এলাকার অর্থনৈতিক উন্নতি ঘটেছে।
আরও দেখুন
- হাসনাবাদ সমষ্টি উন্নয়ন ব্লক
- হাসনাবাদ
- সাদিগাচ্ছি
তথ্যসূত্র
- "Didi on Singur mind, not CM"। See photo caption। The Telegraph, 9 January 2011। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- "Canning bridge inaugurated, CM rolls sops for locals"। The Statesman, 9 January 2011। ২০১২-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.