মাইকেল মান (চলচ্চিত্র পরিচালক)

মাইকেল কেনেথ মান (ইংরেজি ভাষায়: Michael Kenneth Mann) (জন্ম: ৫ই ফেব্রুয়ারি, ১৯৪৩) মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। রচনা, পরিচালনা এবং প্রযোজনার জন্য চার বার একাডেমি পুরস্কার-এর মনোনয়ন লাভ করেছেন। ১৯৯৯ এবং ২০০৪ সালে এই মনোনয়নগুলো পেয়েছিলেন।

নির্মীত চলচ্চিত্রসমূহ

পরিচালনা

  • ১৯৭৯ - দ্য জেরিচো মাইল
  • ১৯৮১ - থিফ
  • ১৯৮৩ - দ্য কিপ
  • ১৯৮৬ - ম্যানহান্টার
  • ১৯৮৯ - এলএ টেকডাউন
  • ১৯৯২ - দ্য লাস্ট অফ দ্য মোহিকান্‌স
  • ১৯৯৫ - হিট
  • ১৯৯৯ - দ্য ইনসাইডার
  • ২০০১ - আলি
  • ২০০৪ - কোল্যাটেরাল
  • ২০০৬ - মায়ামি ভাইস
  • ২০০৮ - দ্য ফিউ

প্রযোজনা

  • ২০০৪ - দ্য এভিয়েটর
  • ২০০৭ - দ্য কিংডম
  • ২০০৮ - হ্যানকক

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.