কোল্যাটেরাল (চলচ্চিত্র)

কোল্যাটেরাল (ইংরেজি: Collateral) হচ্ছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি অপরাধ চলচ্চিত্র। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ, এবং জেমি ফক্স। ছবিটি পরিচালনা করেছেন মাইকেল মান, এবং এটি লিখেছেন স্টুয়ার্ট বিটি।

কোল্যাটেরাল
পরিচালকমাইকেল মান
প্রযোজকমাইকেল ম্যান
জুলি রিচার্ডসন
রচয়িতাস্টুয়ার্ট বিটি
মাইকেল ম্যান
ফ্র্যাংক ড্যারাবন্ট
শ্রেষ্ঠাংশেটম ক্রুজ
জেমি ফক্স
মার্ক রাফেলো
জাডা পিংকেট স্মিথ
জাভিয়ের বার্ডেম
সুরকারজেমস নিউটন হাওয়ার্ড
চিত্রগ্রাহকডিওন বিবে
সম্পাদকজিম মিলার
পল রুবেল
পরিবেশকড্রিমওয়ার্কস (যুক্তরাষ্ট্র)
প্যারামাউন্ট পিকচার্স (যুক্তরাষ্ট্র ব্যতীত)
মুক্তি৬ আগস্ট, ২০০৪
দৈর্ঘ্য১১৯ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়৬.৫ কোটি মার্কিন ডলার
আয়২১.৭৭ কোটি মার্কিন ডলার

চলচ্চিত্রটি চিত্রধারণের কাজ হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে, যদিও মূল চিত্রনাট্যে নিউ ইয়র্ক সিটির উল্লেখ ছিলো। এইচবিও-এর আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালক মাইকেল মান বলেন যে, চলচ্চিত্রটির সমসীমা ছিলো ২৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ২৫ জানুয়ারি ভোর পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত।

চলচ্চিত্রটি টম ক্রুজের ব্যতীক্রমী খলনায়কমূলক ভূমিকার জন্য বিখ্যাত। এছাড়াও এ ছবিতে জেমি ফক্সের অভিনয়ও যথেষ্ট প্রশংসা লাভ করেছে। জেমি ফক্স এ চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য সেরা পার্শ্বঅভিনেতা হিসেবে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছিলেন।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.