মমতাজ উদ্দিন

মমতাজ উদ্দিন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নাটোর-১ থেকে ৩য় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1]

মমতাজ উদ্দিন
নাটোর-১ সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬  ১৯৮৮
পূর্বসূরীআসন তৈরি
উত্তরসূরীনওশের আলী সরকার
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু৬ জুন ২০০৩(২০০৩-০৬-০৬)
নাটোর, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীশেফালী বেগম

মমতাজ উদ্দিন ১৯৮৬-১৯৮৮ সালে তৃতীয় জাতীয় সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি নাটোর জেলা শাখা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০০১ সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফজলুর রহমান পটলের নিকট পরাজিত হন।[2]

২০০৩ সালের ৬ জুন মমতাজ উদ্দিন মৃত্যু করেন। স্থানীয় নাটোর পুলিশ জানিয়েছিল যে রাত ১০.০০ টার সময় নাটোরের গোপালপুর-আবদুলপুর রোডের দারইপাড়ায় ১০ জন সশস্ত্র ব্যক্তির একটি দল মমতাজ উদ্দিনের মোটরসাইকেলে বাধা দেয় এবং তাকে কুপিয়ে হত্যা করে।[3]

১৩ মার্চ ২০১৩ সালে রাজশাহীর একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল মমতাজ উদ্দীপনকে হত্যা করার দায়ে নয়জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীব কারাদণ্ড দেয় এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করে।[4]

তথ্যসূত্র

  1. "তৃতীয় জাতীয় সংসদ সদস্য তালিকা" (PDF)parliament.gov.bd। জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮
  2. BanglaNews24.com। "লালপুরের সাবেক এমপি মমতাজ হত্যা মামলার রায় ৫ মার্চ" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৩
  3. "নাটোরে এমপি মমতাজ হত্যা দিবস পালন, যোগ দেয়নি স্ত্রী-পুত্র" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৩
  4. "নাটোরের মমতাজ হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন"। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.