মদিরাক্ষী মুণ্ডলে

মদিরাক্ষী মুণ্ড‌লে
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কার্যকাল২০১৫  বর্তমান

মদিরাক্ষী মুন্ডলে একজন ভারতীয় অভিনেত্রী।

অভিনয় জীবন

২০১৫ সালে তেলুগু ছবি 'ওরি দেবোদয়' দিয়ে তিনি তার অভিনয়ের সূচনা করেছিলেন। যেখানে তিনি 'অমৃতা' চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সীতা হিসাবে সিয়া কে রাম এর মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি স্টার ভারত এর জাগ জানানি মা বৈষ্ণো দেবী - কাহানী মাতা রানী কি শীর্ষক নতুন শোতে লক্ষ্মী হিসাবে অভিনয় করছেন।

সিনেমা

বছর সিনেমা ভূমিকা নোট
২০১৪
অরি দেবোদয়


অমৃতা
  টলিউডে রাজীব সালুর এর বিপরীতে

টেলিভিশন

বছর শো ভূমিকা নোট
২০১৫ – ২০১৬ সিয়া কে রাম


সীতা টেলিভিশনে আত্মপ্রকাশ[1][2]
২০১৭ জাট জুগনি মুন্নি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন[3]
২০১৮ তেরা বাপ মেরা বাপ রুপমতি বিগ ম্যাজিক
২০১৯ জাগ জানানি মা বৈষ্ণো দেবী - কাহানী মাতা রানী কি দেবী লক্ষ্মী স্ট‌ার ভারত

বাহ্যিক সংযোগ

তথ্যসূত্র

  1. "Sita and Bahubali! Siya Ke Ram's Madirakshi Mundle meets Prabhas"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৪-১২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৪
  2. Razzaq, Sameena (২০১৬-০৬-০৮)। "I've gained a new perspective on Sita: Madirakshi Mundle"Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৪
  3. "Madirakshi Mundle to make her comeback? - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.