ভোলফগাং পেটারসেন
ভোল্ফগাং পেটারসেন (জার্মান: Wolfgang Petersen) (জন্ম: ১৪ই মার্চ, ১৯৪১) জার্মান চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত বিখ্যাত ছবিগুলির মধ্যে আছে আউটব্রেক, ডাস বুট, ইন দ্য লাইন অফ ফায়ার, এয়ার ফোর্স ওয়ান, দ্য পারফেক্ট স্টর্ম এবং ২০০৪ সালের ট্রয়। ডাস বুট-এর জন্য তিনি ১৯৮১ সালে সেরা পরিচালক হিসেবে একাডেমি পুরস্কার মনোনয়ন লাভ করেছিলেন।
ভোল্ফগাং পেটারসেন | |
---|---|
![]() এয়ার ফোর্স ওয়ান চলচ্চিত্র নির্মাণের সময় ভোল্ফগাং পেটারসেন | |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কার্যকাল | ১৯৬৫ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | উর্জুলা জিগ (১৯৭৮-এ বিচ্ছেদ) মারিয়া-বোর্গেল-পেটারসেন (১৯৭৮ - বর্তমান) |
সন্তান | ডানিয়েল পেটারসেন (জন্ম: ১৯৬৮) |
পেটারসেনের কিছু চলচ্চিত্র
- ডি কোনজেক্ভেন্ৎস (Die Konsequenz) (১৯৭৭)
- ডাস বুট (Das Boot) (১৯৮১)
- দ্য নেভার এন্ডিং স্টোরি (The Never Ending Story) (১৯৮৪)
- এনেমি মাইন (Enemy Mine) (১৯৮৫)
- ইন দ্য লাইন অফ ফায়ার (In the Line of Fire) (১৯৯৩)
- শ্যাটার্ড (Shattered) (১৯৯১)
- আউটব্রেক (Outbreak) (১৯৯৫)
- এয়ার ফোর্স ওয়ান (Air Force One) (১৯৯৭)
- দ্য পার্ফেক্ট স্টর্ম (The Perfect Storm) (২০০০)
- ট্রয় (Troy) (২০০৪)
- পসেইডন (Poseidon) (২০০৬)
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Wolfgang Petersen (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.