ট্রয় (চলচ্চিত্র)

ট্রয় (ইংরেজি ভাষায়: Troy) ২০০৪ সালের ১৪ই মে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন চলচ্চিত্র যার বিষয়বস্তু ট্রয়ের যুদ্ধ। মহাকবি হোমার রচিত ইলিয়াডের সাথে এর কিছুটা সম্পর্ক আছে, আবার অনেক উপাদানই ভার্জিলের এনিড থেকে নেয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই প্রচলিত পৌরাণিক কাহিনী থেকে ছবির কাহিনীর পার্থক্য আছে। এই ছবি রচনা করেছেন ডেভিড বেনিওফ এবং পরিচালনা করেছেন ভোল্‌ফগাংক্‌ পিটারসেন। পোশাক সজ্জার জন্য এটি একাডেমি পুরস্কার মনোনয়ন লাভ করেছিল।

ট্রয়
Theatrical release poster
পরিচালকভোল্‌ফগাংক্‌ পিটারসেন
প্রযোজকভোল্‌ফগাংক্‌ পিটারসেন
ডায়ানা রুথবান
কলিন উইলসন
রচয়িতাডেভিড বেনিওফ
শ্রেষ্ঠাংশেব্র্যাড পিট
এরিক বানা
অরল্যান্ডো ব্লুম
ডিয়ান ক্রুগা
ব্রায়ান কক্স
শন বিন
ব্রেন্ডান গ্লিসন
পিটার ওটুল
সুরকারJames Horner
চিত্রগ্রাহকRoger Pratt
সম্পাদকPeter Honess
প্রযোজনা
কোম্পানি
Helena Productions
Plan B Entertainment
পরিবেশকওয়ার্নার ব্রস.
মুক্তি
  • ১৪ মে ২০০৪ (2004-05-14)
দৈর্ঘ্য১৬২ মিনিট
দেশমাল্টা
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৭৫ মিলিয়ন
$১৭৭ মিলিয়ন (Director's cut)
আয়$৪৯৭.৪ মিলিয়ন[1]

চরিত্রসমূহ

অভিনেতাচরিত্র
ব্র্যাড পিটএকিলিস
এরিক ব্যানাহেক্টর
অরল্যান্ডো ব্লুমপ্যারিস
ডিয়ান ক্রুগাহেলেন
পিটার ওটুলরাজা প্রিয়াম
শন বিনঅডিসিয়াস
ব্রায়ান কক্সআগামেম্‌নন
বেন্ডন গ্লেসনমেনেলাউস
কেন বোন্‌সহিপাসুস
স্যাফ্রন বারোসঅ্যানড্রোমেকি
রোজ বাইরনব্রিসেইস
জুলি ক্রিস্টিথেটিস
জেমস কসমোগ্লাউকুস
Frankie Fitzgeraldএনিয়াস
জুলিয়ান গ্লোভারট্রায়োপাস
Garrett Hedlundপেট্রোক্লাস
টাইলার মেইনTelamonian Aias
ভিনসেন্ট রিগানইউডোরাস
জন শার্পনেলনেস্টর
নিগেল টেরিটেলিফাস
Adoni Maropisফিলোকটেটিস
ন্যাথান জোন্‌সবোগরিয়াস
Shero Raufট্রোজান তীরন্দাজ
বেন কম্পটনBody double

তথ্যসূত্র

  1. Troy (2004). Box Office Mojo. Retrieved 2010-12-03.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.