ভোলগা নদী

ভোলগা নদী (ইংরেজি: Volga River; রুশ: Волга) দৈর্ঘ্য, প্রবাহ এবং অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী। নদীটি মধ্য রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অনেক ক্ষেত্রে একে রাশিয়ার জাতীয় নদী হিসেবে গ্রহণ করা হয়। মস্কোসহ রাশিয়ার বৃহত্তম এগারটি শহর ভোলগার অববাহিকায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম জলাধারগুলোর অধিকাংশই এই অঞ্চলে পাওয়া যায়। রুশ সংস্কৃতির এক অনবদ্য অংশ এই নদী। রাশিয়ান সাহিত্য ও রূপকথায় ভোলগাকে 'ভোলগা মাতুস্কা' বা ভোলগা মা বলে আখ্যায়িত করা হয়।

ভোলগা নদী (Волга)
River
উলিয়ানোভস্কতে ভোলগা নদী
উলিয়ানোভস্কতে ভোলগা নদী
দেশ রাশিয়া
উপনদী
 - বাঁদিকে কামা নদী
 - ডানদিকে ওকা নদী
নগরসমূহ অ্যাস্ট্র্যাক্যান্, ভোলগোগ্রাদ, Saratov, সামারা, কাজান, উলিয়ানোভস্ক, Nizhny Novgorod, Yaroslavl, Tver
উৎস
 - অবস্থান Valdai Hills, Tver Oblast
 - উচ্চতা ২২৫ মিটার (৭৩৮ ফিট)
মোহনা কাস্পিয়ান সাগর
 - উচ্চতা -২৮ মিটার (-৯২ ফিট)
 - স্থানাঙ্ক ৪৫°৫০′৩০″ উত্তর ৪৭°৫৮′১৭″ পূর্ব [1]
দৈর্ঘ্য ৩,৬৯২ কিলোমিটার (২,২৯৪ মাইল)
অববাহিকা ১৩,৮০,০০০ বর্গকিলোমিটার (৫,৩২,৮২১ বর্গমাইল)
প্রবাহ for অ্যাস্ট্র্যাক্যান্
 - গড় ৮,০৬০ /s (২,৮৪,৬৩৬ ft³/s)
Map of the Volga watershed
Map of the Volga watershed

তথ্যসূত্র

  1. ভোলগা at GEOnet Names Server.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.