ওকা নদী
ওকা নদী (রুশ: Ока́) পশ্চিম রাশিয়ার একটি নদী। নদীটি ওরেলের দক্ষিণে উৎপত্তিলাভ করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘন জনবসতিপূর্ণ ও শিল্পায়িত অঞ্চলের মধ্য দিয়ে ১,৪৮০ কিমি প্রবাহিত হয়ে নিঝনি নভোগোরদের কাছে ভোলগা নদীর সাথে মিলিত হয়েছে। এটি ভোলগা নদীর পশ্চিম উপনদীগুলির মধ্যে প্রধান।
ওকা নদী | |
---|---|
দেশ | রাশিয়া |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মোহনা | ভোল্গা নদী |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য | ১,৫০০ কিমি (932 mi) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.