ভুটানের প্রশাসনিক অঞ্চল

ভুটানের প্রশাসনিক অঞ্চল মোট ২০টি জেলায় বিভক্ত। প্রশাসনিক এবং বিচার-সংক্রান্ত প্রত্যেকটি জেলাকে জংখা ভাষায় জংখাগ (জংখা: རྫོང་ཁག dzongkhak) বলা হয়। ২০টি জংখাগ আবার ২০৫টি গিয়োগ এ বিভক্ত। কিছু বড় জংখাগে একটি বা তার বেশি অন্তর্বর্তী বিচারিক বিভাগ রয়েছে, সেগুলো ডুংখাগ (উপজেলা) নামে পরিচিত। প্রত্যেকটি ডুংখাগ দুই বা ততোধিক গিয়োগ দ্বারা গঠিত। ভুটানের জাতীয় সংসদ ২০০২ সালে আইন প্রণয়ন করে এবং ২০০৭ সালে স্থানীয় সরকারের পদমর্যাদা, গঠনপ্রক্রিয়া এবং নেতৃত্ব জংখাগে অন্তর্ভুক্ত করে। এর সর্বশেষ জংখাগ সংক্রান্ত প্রণয়নকৃত আইন হল ভুটানের স্থানীয় সরকার আইন ২০০৯.[2][3][4]

বুমথাং
দাগানা
গাসা
হা
লুন্তসে
মনগার
পারু
পেমা-
গাতশেল
সামদ্রুপ জংখার
সাম্তসে
সারপাং
ত্রাশিগাং
ত্রাশিয়াংসে
ট্রংসা
সিরাং
ওয়াংদুয়ে
ফোদ্রাং
ঝেমগাং
ভুটানের জেলাসমূহ[1]

ইতিহাস

চার জংডে (অঞ্চল) এ বিভক্ত ভুটানের জংখাগ of Bhutan by the four dzongdey (zones) (c. 2000):
      পশ্চিমাঞ্চল       মধ্যাঞ্চল       দক্ষিণাঞ্চল       পূর্বাঞ্চল
ভুটানের জেলাসমূহ, ১৯৮৭–১৯৯২

১৯৫৬ সাল পর্যন্ত পেনলপের অধীনে ভুটানের ৯টি প্রদেশ ছিল। সেগুলো হল: ব্যাকার (বর্তমানে বুমতাং কেন্দ্রীভূত), দুখিয়ে, হা, পারু, পুনাখা, দাগানা, থিম্ফু, ট্রংসা এবং ওয়াংদুয়ে ফোদ্রাং। পরবর্তীতে দেশটি জংখাগে পুনর্গঠিত হয়। চতুর্থ দ্রুক গ্যালপো রাজা জিগমে সিনগিয়ে ওয়াংচুক এর উদ্যোগে ১৯৮১ সালে স্থানীয় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু হয়। প্রত্যেক জংখাগ বা জেলায় প্রাথমিকভাবে জেলা উন্নয়ন কমিটি বা জংখাগ ইয়ারগিয়ে শগচুং গঠন করা হয়। প্রত্যেকটি জংখাগের জেলা উন্নয়ন কমিটিতে জংখাগের গুপ (নেতা), মাংমিস (ডেপুটি) এবং চিমিস (জাতীয় বিধানসভা প্রতিনিধি) নিহিত করা হয়। জেলা উন্নয়ন কমিটির সদস্যদের মধ্য থেকে নিজেদের ভোটে চেয়ারপার্সন নির্বাচিত হয়ে থাকে। জেলা উন্নয়ন কমিটিতে পৌরসভাসমূহ এবং জংখাগের অধীনস্ত শহরসমূহও অন্তর্ভুক্ত রয়েছে। জেলা উন্নয়ন কমিটিতে অ-ভোটিং সদস্যও রয়েছে, যেগুলোতে বিভিন্ন সেক্টরের জংডাগ, ডুংপা (যেটিতে ডুংখাগ বিদ্যমান) এবং জংখাগ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছে। উদাহরণস্বরূপ: জংখাগ পরিকল্পনা কর্মকর্তা, জংখাগ অর্থ কর্মকর্তা, জংখাগ শিক্ষা কর্মকর্তা, জংখাগ প্রধান প্রকৌশলী, জংখাগ কৃষি কর্মকর্তা, জংখাগ বন কর্মকর্তা, জংখাগ প্রাণী প্রজনন কর্মকর্তা এবং জংখাগ স্বাস্থ্য কর্মকর্তা।[2][3]

১৯৮৭ সালের আগস্ট মাসে গাসা জংখাগ এলাকাকে পুনাখা এবং থিম্ফুতে বিভক্ত করা হয়; সাম্তসে, পারু এবং থিম্ফু জেলার অংশ নিয়ে চুখা জেলা গঠিত হয়।[5][6] ১৯৯২ সালে পুনাখা জেলা থেকে গাসা জেলা পুনঃপ্রতিষ্ঠিত ও খোদিত হয়; একই বছরে ত্রাশিগাং জেলা থেকে ত্রাশিয়াংটসে জেলা খোদিত হয়।[5][6]

২০০৭ সালের ২৬ এপ্রিল লামোজিংখা ডুংখাগ (উপজেলা) আনুষ্ঠানিকভাবে সারপাং জেলা থেকে দাগানা জেলায় হস্তান্তরিত হয়।[7] প্রভাবিত তিনটি গিয়োগ (লামোজিংখা, ডিওরালি ও নিচুলা বা জিনচুলা এবং লামোজিংখা শহর), যেগুলো সারপাং জেলার সর্ব-পশ্চিমাংশে গঠিত ছিল; বর্তমানে সেগুলো দাগানা জেলার সর্ব-দক্ষিণাংশে গঠিত।[8] ২০০৮ সাল থেকে ভুটান তার অনেকগুলো অন্যান্য সীমানা, আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সীমানা পুনঃবিন্যস্ত করেছে, যা জনশূণ্য এলাকা তৈরি হওয়ার উপর করা হয়েছে, পরবর্তীতে চীন গাসা জেলার উত্তর অববাহিকা অঞ্চল দাবি করে বসে।[9]

ভুটানের জেলাসমূহ (জংখাগ)

২০০৫ সালের আদমশুমারীর ফলাফল সহ ভুটানের জেলাসমূহ নিচে উল্লেখ করা হল:[10]

ভুটানের জেলাসমূহ
ক্রম নংজংখাগ
(জেলা)
রাজধানীআয়তন
বর্গ কিলোমিটার
জনসংখ্যা
২০০৫
ঘনত্বসংদে
(অঞ্চল)
ডুংখাগ[11]
(উপজেলা)
গিয়োগশহর
০১বুমথাংজাকার২,৪৯০১৬,১১৬৬.৫দক্ষিণাঞ্চল-
০২চুখাফুয়েন্টশলিং১,৯৯১৭৪,৩৮৭৩৭.৪পশ্চিমাঞ্চল১১
০৩দাগানাদাগা১,২৭৬১৮,২২২১৪.৩মধ্যাঞ্চল-১১
০৪গাসাগাসা৪,০৮৯৩,১১৬০.৮মধ্যাঞ্চল-
০৫হাহা১,৩১৯১১,৬৪৮৮.৮পশ্চিমাঞ্চল-
০৬লুন্তসেলুন্তশি২,৮৮১১৫,৩৯৫৫.৩পূর্বাঞ্চল-
০৭মনগারমনগার১,৬৩৮৩৭,০৬৯২২.৬পূর্বাঞ্চল-১৬
০৮পারুপারু১,৬৯৩৩৬,৪৩৩২১.৫পশ্চিমাঞ্চল-১০
০৯পেমাগাতশেলপেমাগাতশেল৫৯৩১৩,৮৬৪২৩.৪পূর্বাঞ্চল-
১০পুনাখাপুনাখা৮৪৫১৭,৭১৫২১.০মধ্যাঞ্চল-
১১সামদ্রুপ জংখারসামদ্রুপ জংখার২,২০৭৩৯,৯৬১১৮.১পূর্বাঞ্চল১১
১২সাম্তসেসাম্তসে১,৭২৫৬০,১০০৩৪.৮পশ্চিমাঞ্চল১৬
১৩সারপাংগেইলেগফুগ২,০৪৮৪১,৫৪৯২০.৩দক্ষিণাঞ্চল১৫
১৪থিম্ফুথিম্ফু১,৬১৭৯৮,৬৭৬৬১.০পশ্চিমাঞ্চল১০
১৫ত্রাশিগাংত্রাশিগাং২,১৭১৫১,১৩৪২৩.৬পূর্বাঞ্চল১৬
১৬ত্রাশিয়াংসেত্রাশিয়াংসে১,৪৫৯১৭,৭৪০১২.২পূর্বাঞ্চল-
১৭ট্রংসাট্রংসা১,৮১৫১৩,৪১৯৭.৪দক্ষিণাঞ্চল-
১৮সিরাংডাম্ফু৬৩২১৮,৬৬৭২৯.৫মধ্যাঞ্চল-১২
১৯ওয়াংদুয়ে ফোদ্রাংওয়াংদুয়ে ফোদ্রাং৪,১৮১৩১,১৩৫৭.৪মধ্যাঞ্চল-১৫
২০ঝেমগাংঝেমগাং২,১৪৬১৮,৬৩৬৮.৭দক্ষিণাঞ্চল
 ভুটানথিম্ফু৩৮,৮১৬৬৩৪,৯৮২১৬.৪ ১৩২০১৬১

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Final Delimitation"। Election Commission, Government of Bhutan। ২০১১। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৩
  2. "Dzongkhag Yargay Tshogdu Chathrim 2002" (PDF)Government of Bhutan। ২৩ জুলাই ২০০২। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৬
  3. "The Local Governments' Act of Bhutan 2007" (PDF)Government of Bhutan। ৩১ জুলাই ২০০৭। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৬
  4. "The Local Government Act of Bhutan, 2009" (PDF)Government of Bhutan। ১১ সেপ্টেম্বর ২০০৯। ১২ এপ্রিল ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৬
  5. Law, Gwillim (১৮ ডিসেম্বর ২০১০)। "Districts of Bhutan"Administrative Divisions of Countries ("Statoids")। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১০
  6. Lahmeyer, Jan (২০০২)। "BHUTAN – Historical Demographical Data of the Administrative Division"Population Statistics। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১০
  7. "Archived copy"। ২০০৮-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-২৩
  8. Pc.gov.bt
  9. "An Open letter to the Bhutanese parliamentarians"। AFPA News.com। ২০০৯-১১-২০। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১৩
  10. "Fact Sheet – Population and Housing Census of Bhutan" (PDF)। Bhutan National Statistics Bureau। ২০০৫। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১২
  11. Statoids

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.