ভিনসন স্তূপপর্বত
ভিনসন স্তূপপর্বত বা ভিনসন ম্যাসিফ (ইংরেজি: Vinson Massif) একটি স্তূপপর্বত যা দৈর্ঘ্যে ২১ কিমি (১৩ মা), প্রস্থে ১৩ কিমি (৮.১ মা), এবং যা অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি ৪,৮৯২ মিটার (১৬,০৫০ ফু) উঁচু। পর্বতটি এলসওয়ার্থ ল্যান্ডের পর্বতমালার একটি অংশবিশেষ এবং যেখানে অ্যান্টার্কটিক উপদ্বীপের সাথে পশ্চিম অ্যান্টার্কটিকার সংযোগস্থলে অবস্থিত। কুমেরু হতে এর দূরতে ১,২০০ কিলোমিটার (৭৫০ মা)। ১৯৬০ সালে এসেই কেবল অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে এর মর্যাদা নিশ্চিত হয়। ভিনসন স্তূপপর্বত পশ্চিম অ্যান্টার্কটিকার অন্যান্য পর্বতের মত আগ্নেয় প্রকৃতির। ১৯৬৬ সালে এই পর্বতে প্রথম আরোহন করা হয়। ২০০১ সালের একটি অভিযানে প্রথমবারের মত পূর্বদিক থেকে সফলভাবে আরোহন করা হয়, অভিযাত্রীরা পর্বতের উচ্চতার জিপিএস পরিমাপও নেন। [3] ফেব্রুয়ারি ২০১০ পর্যন্ত প্রায় ১,৪০০ পর্বতারোহী এই শৃঙ্গে আরোহণের চেষ্টা করেছেন। [4]
ভিনসন স্তূপপর্বত ভিনসন ম্যাসিফ | |
---|---|
![]() ভিনসন মালভূমিতে উত্তর-পশ্চিম দিক থেকে দেখা ভিনসন পর্বত | |
সর্বোচ্চ সীমা | |
উচ্চতা | [1] |
সুপ্রত্যক্ষতা | ৪,৮৯২ মিটার (১৬,০৫০ ফুট) [2] Ranked 8th |
বিচ্ছিন্নতা | |
তালিকাসমূহ | সপ্তশৃঙ্গ চরমোদগ্র শৃঙ্গ |
ভূগোল | |
![]() ![]() ভিনসন স্তূপপর্বত ভিনসন ম্যাসিফ | |
মূল পরিসীমা | সেন্টিনেল পর্বতমালা |
আরোহণ | |
প্রথম আরোহণ | ১৯৬৬ সালে নিকোলাস ক্লিঞ্চ ও তার দল |
সহজ পথ | তুষার/বরফ আরোহণ (পশ্চিম দিক থেকে) |
ভূগোল
জলবায়ু ও হিমবাহ
ইতিহাস
প্রথম আরোহন
পরবর্তী আরোহনসমূহ
পূর্বদিক থেকে প্রথম আরোহন
আরও দেখুন
তথ্যসূত্র
- "Vinson Massif" Peakbagger.com. Retrieved ২০১১-১০-২৬.
- "Antarctica – Ultra Prominences" peaklist.org. Retrieved ২০১১-১০-২৬.
- NOVA। "Mountain of Ice"। WGBH। সংগ্রহের তারিখ ২০০৪-১২-২৮।
- "Vinson FAQ"। 7summits.com।
- "GPS waypoints for the Vinson Massif"। 7 Summits। সংগ্রহের তারিখ ২০০৭-০১-২৯।