ভানু বন্দ্যোপাধ্যায়

ভানু বন্দোপাধ্যায় (জন্ম: ২৭ আগস্ট, ১৯২০ - মৃত্যু: ৪ মার্চ, ১৯৮৩) পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। বিশেষ করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হাস্যকৌতুকময় অভিনয়ের ক্ষেত্রে তিনি ছিলেন দিকপাল।

ভানু বন্দ্যোপাধ্যায়
ভানু বন্দ্যোপাধ্যায়
জন্ম
সাম্যময় বন্দ্যোপাধ্যায়

(১৯২০-০৮-২৭)২৭ আগস্ট ১৯২০
ঢাকা, পূর্ববঙ্গ, ব্রিটিশ রাজ (এখন বাংলাদেশ)
মৃত্যু৪ মার্চ ১৯৮৩(1983-03-04) (বয়স ৬২)
কলকাতা, ভারত
পেশাঅভিনেতা, কৌতুকাভিনেতা, কন্ঠশিল্পী
কার্যকাল১৯৪৫১৯৮৩
দাম্পত্য সঙ্গীনিলীমা মুখোপাধ্যায় (বি. ১৯৪৬১৯৮৩)
সন্তানগৌতম বন্দোপাধ্যায়
বাসবিঘটক বন্দোপাধ্যায়
পিনাকী বন্দোপাধ্যায়
পিতা-মাতাজিতেন্দ্রনাথ বন্দোপাধ্যায় (বাবা)
সুনীতি বন্দোপাধ্যায় (মা)

প্রাথমিক জীবন

ভানু জন্মেছিলেন মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে ১৯২০ সালের ২৬শে অগাস্ট। ঢাকার সেন্ট গ্রেগরি’স হাই স্কুল এবং জগন্নাথ কলেজে শিক্ষা শেষ করে কলকাতায় আসেন ১৯৪১ সালে। এখানে এসে তিনি আয়রন এন্ড স্টীল কম্পানি নামে একটি সরকারি অফিসে যোগ দেন এবং বালীগঞ্জের অশ্বিনী দত্ত রোডে তার বোনের কাছে দু’বছর থাকার পর টালিগঞ্জের চারু অ্যাভিন্যু-তে বসবাস শুরু করেন।[1]

অভিনয় জীবন

ভানুর অভিনয়-জীবন শুরু হয় ১৯৪৭-এ, ‘জাগরণ’ ছবির মাধ্যমে। সেই বছরই ‘অভিযোগ’ নামে অন্য একটি ছবি মুক্তি পায়। এরপর ধীরে ধীরে ছবির সংখ্যা বাড়তে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘মন্ত্রমুগ্ধ’(১৯৪৯), ‘বরযাত্রী’(১৯৫১) এবং ‘পাশের বাড়ি’(১৯৫২)। ১৯৫৩ সালে মুক্তি পেল ‘সাড়ে চুয়াত্তর’, এবং বলা যেতে পারে যে এই ছবির মাধ্যমেই ভানু দর্শকদের নিজের অভিনয়ের গুণে আকৃষ্ট করা শুরু করেন। এর পরের বছর মুক্তি পায় ‘ওরা থাকে ওধারে’। ১৯৫৮ সালটিতে মুক্তি পাওয়া অনেক ছবির মধ্যে দু’টি ছিল ‘ভানু পেল লটারি’এবং ‘যমালয়ে জীবন্ত মানুষ’।১৯৫৯-এ মুক্তি পায় ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট" এই ছবিতে ভানু নায়কের ভুমিকায় অভিনয় করেন, বিপরীতে ছিলেন রুমা গুহঠাকুরতা। ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘৮০তে আসিও না’ ছবিটিতেও ভানু নায়কের ভুমিকায় অভিনয় করেন, এবং এখানেও ওনার বিপরীতে ছিলেন রুমা দেবী।১৯৬৭ সালে ভানুর আরো একটি ছবি মুক্তি পায়, ‘মিস প্রিয়ংবদা’ – যেখানে উনি চরিত্রের প্রয়োজনে মহিলা সেজে অভিনয় করেন। এখানে ওনার বিপরীতে ছিলেন লিলি চক্রবর্তী। ভানুর ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট’ ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালে। ভানুর শেষ ছবি ‘শোরগোল’ মুক্তি পেয়েছিল ১৯৮৪-তে। কিছুদিন পরেই উনি পরলোকগমন করেন।[2]

চলচ্চিত্রের তালিকা

Year Notes
1947 Jagaran, Abhijog
1948 Sharbohara
1949 Mantramugdha, Ja Hoi Na
1950 Krishan, Tothapi, Digbhranta, Dwairath, Mandando
1951 Barjatri, Palatak, Rupantar, Shetu
1952 Aladin O Ascharya Pradip, Kapalkundala, Jabanbondi, Basu Paribar, Darpachurna, Patri Chai, Pasher Bari, Prarthana, Bindur Chhele, Mahishashur Badh, Ratrir Tapashya
1953 Share Chuattar, Adrishya Manush, Kajori, Keranir Jiban, Natun Ihudi, Pathnirdesh, Banhangshi, Bastab, Bouthakuranir Hut, Boudir Bon, Maharaja Nandakumar, Rakhi, Rami Chandidash, Lakh Taka, Shashurbari, Sat Number Kayedi, Harilakhhi
1954 Atom Bomb, Ora Thake Odhare, Kalyani, Grihaprabesh, Chhele Kar, Jaidev, Jagrihi, Dukhhir Iman, Nil Shari, Boloygrash, Barbella, Bikram Urbashi, Bhangagara, Mani ar Manik, Maner Mayur, Moroner Pore, Ladies Seat, Satir Dehatyag, Sadanander Mela
1955 Ardhangini, Bandish (Hindi), Ek Gao Ki Kahani (Hindi), Aparadhi, Atmadarshan, Chattujjay Barujjay, Chhoto Bou, Joi Ma Kali Boarding, Jyotishi, Dashyu Mohan, Durlav Janam, Devi malini, Nishidhha Fall, Bir Hambir, Bratacharini, Bhalobasha, Rani Rashmoni, Sajghor, Sanjher Pradip
1956 Asomapta, Amar Bou, Ekti Rat, Gobindadas, Tonsil, Taka Ana Pai, Daner Marjada, Mahanisha, Bhadurymoshai, Mamlar Fall, Lakhhahira, Shuvoratri, Shabdhan, Shaheb Bibi Gholam, Suryamukhi
1957 Andhare Alo, Ektara, Ogo Shunchho, Kanchamithe, Khela Bhangar Khela, Ghum, Jibantrishna, Natun Prabhat, Nilachale mahaprabhu, Bashantabahar, Baroma, Madhumalati, Shesh Parichoy, Srimatir Shangshar
1958 Kalamati, Jonakir Alo, Daktarbabu, Nupur, Bhanu Pelo Lottery, Manmoyee Girls School, Jomalaye Jibanta manush, Louhakapat, Suryatoron, Shargo marto
1959 Nirdharita Shilpir Anupasthite, Personal Assistant, Pushpadhanu, Mriter martey Agaman, Shonar Horin
1960 Shaharer Itikatha, Shesh Parjanto, Shokher Chor, Surer Piyashi, Hospital
1961 Kanchanmulya, Kathin Maya, Kanamachhi, Bishkanya, Roybahadur, Mr and Mrs Chowdhury, Shayombara
1962 Agnishikha, Atal Jaler Ahaban, Abhisharika, Dadathakur, Badhu, Mayar Shangshar
1963 Akash Pradip, Chhayasurya, Dui Nari, Dui Bari, Barnochora, Bhrantibilash, Preyashi, Satbhai, High Heel, Hashi Shudhu hashi Noi
1964 Jiban kahini, Dip Neve Nai, Bingshati Janani
1965 Abhoya O Srikanta, Alor Pipasha, Etotuku Basha, Gulmohor, Tapashi, Debotar Deep, Dolna, Mahalogno, Pati Shangshodhini Shamity, Mukhujjay Paribar, Rajkanya
1966 Kal Tumi Aleya, Galpa Holeo Satyi, Joradighir Chowdhury Paribar, Mayabini Lane, Shesh Tin Din
1967 Ashite Ashiyo Na, Anthony Phiringee, Kheya, Nayika Shangbad, Prastar Shakhhor, Miss Priyangbada, Hathat Dekha, Hate Bajare
1968 Apanjon, Garh Nashimpur, Chowrangee, Pathe Holo Dekha, Baghini
1969 Dadu, Ma O Meye, Shukshari, Shabarmati
1970 Aleyar Alo, Pratham Kadam Phul, Rajkumari, Sagina Mahato
1971 Ekhane Pinjar, Pratham Bashanta, Bhanu Goyenda Jahar Assistant, Malyadan
1972 Stree
1973 Nakal Shona, Nishikanya, Bindur Chhele, Roudrachhaya
1974 Sagina, Prantorekha, Shangini
1975 Kabi, Nishimrigaya, Priyo Bandhabi, Sangshar Shimante, Shayongswhidhha
1976 Nandita, Shikarokti, Harmonium
1977 Ashadharon, Ek Je Chhilo Desh, Chhotto Nayak, Ramer Shumati
1978 Bandi
1979 Devdas
1980 Dorpochurna, Priyatoma, Bhagyachakra, Matribhokto Ramprashad, Shondhi
1981 Kopalkundala, Shubarnolata, Pratishodh
1982 Preyoshi, Bijoyinee
1983 Shahar Theke Dure, Shargadapi Gariyashi
1984 Shorgol

তথ্যসূত্র

  1. http://bhanubandyopadhyay.googlepages.com
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.